মহান বিজয় দিবস উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ে সম্পূর্ণ নতুন জাতীয় পতাকা উড়াতে হবে বলে নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এদিন কোনোভাবেই পুরনো পতাকা উত্তোলন করা যাবে না।

অধিদফতরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন জাতীয় পতাকা (বিধি মোতাবেক সঠিক মাপ ও রংয়ের) উত্তোলন করতে হবে। কোনোক্রমেই পুরনো পতাকা উত্তোলন করা যাবে না।

এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে দেশব্যাপী শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন। বঙ্গবন্ধুর আদর্শের শিখায় আলোকিত এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের মাহেন্দ্রক্ষণে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

শপথ অনুষ্ঠানের সঙ্গে মিল রেখে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা তাদের স্ব-স্ব প্রতিষ্ঠানের ইউনিফর্ম পরিধান করে ছোট আকারের (১০ইঞ্চি বাই ৬ ইঞ্চি) জাতীয় পতাকা নিয়ে নির্দিষ্ট ডিজাইনের মাস্ক পরে শপথ বাক্য পাঠ করবে।

এএজে/এমএইচএস