দেশের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৭০ ভাগের বেশি আসন ফাঁকা থাকছে। নয় লাখ ৪০ হাজার ৮০৭টি শূন্য আসনের বিপরীতে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে দুই লাখ ৭৬ হাজার ৬৪১ জন শিক্ষার্থী। ফাঁকা রয়ে গেছে ছয় লাখ ৬৪ হাজার ১৬৬টি আসন।

জানা গেছে, ২০২২ শিক্ষাবর্ষে দুই হাজার ৯০৭টি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য আসন রয়েছে নয় লাখ ৪০ হাজার ৮০৭টি। এসব আসনে তিন লাখ ৬৪ হাজার ৭০৭ জন শিক্ষার্থী আবেদন করে।

রোববার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম ভবন) বেসরকারি স্কুলে ভর্তির ডিজিটাল লটারি উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। উদ্বোধন শেষে তিনি লটারির মাধ্যমে পাওয়া ভর্তির ফল প্রকাশ করেন।

ফল থেকে দেখা যায়, দুই লাখ ৭৬ হাজার ৬৪১ জন শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হয়েছে। সেই হিসাবে বাকি ৭০ ভাগ আসন প্রার্থীর অভাবে শূন্য থাকছে।

বেসরকারি কয়েকটি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠায় প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ভর্তি কার্যক্রম শুরু হয়। এর অংশ হিসেবে ২৫ নভেম্বর অনলাইন আবেদন নেওয়া শুরু হয়। ১৬ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত চলে এ কার্যক্রম।

এএজে/আরএইচ