এসএসসি ও সমমানের পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৯১ দশমিক ১২ শতাংশ। এ বছর জিপিএ ৫ পেয়েছে ১২ হাজার ৭৯১ জন।  

বৃহস্পতিবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় ১ হাজার ৭৬টি স্কুলের ১ লাখ ৫৮ হাজার ৬৩৬ জন অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৪৪ হাজার ৫৫০ জন। 

তিনি আরও বলেন, পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৬৭ হাজার ১৭১ জন ও ছাত্রী ৭৭ হাজার ৩৭৯ জন। আর পাসের হার ৯১ দশমিক ১২ শতাংশ।  যা গত বছরের তুলনায় ৬ দশমিক ৩৭ শতাংশ বেশি। 

এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জিপিএ ৫ পেয়েছে সর্বমাট ১২ হাজার ৭৯১ শিক্ষার্থী। গত বছরের তুলনায় এ সংখ্যা ৩ হাজার ৭৮৩ বেশি। জিপিএ ৫ পাওয়াদের মধ্যে ৫ হাজার ৩৮২ জন ছাত্র; ৭ হাজার ৪০৯ জন ছাত্রী।
 
নারায়ন চন্দ্র নাথ বলেন, সব সূচকেই এ বছর পরীক্ষার্থীরা বিগত বছরের তুলনায় ভালো ফল করেছে। জিপিএ ৫ এর সংখ্যা বাড়ানোয় বেশিরভাগ অবদান রেখেছে ছাত্রীরা। তাদের জিপিএ ৫ বৃদ্ধি পেয়েছে গত বছরের তুলনায় ২ হাজার ৬৪৬ টি। এটি নারী শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে অভাবনীয় সাফল্য। 

তিনি বলেন, বর্তমান সরকারের গৃহীত নানামুখী পদক্ষেপের কারণে শিক্ষার্থীরা স্কুলমুখী হয়েছে। তারা পড়াশোনা করেছে। তাই করোনা  পরিস্থিতিতেও তারা অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে। আশা করছি ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় সারাদেশে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ। গত বছর এসএসসি পরীক্ষায় ৮২ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার গণভবন থেকে সুইচ টিপে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন। মূল কার্যক্রম হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সেখানে তিনি শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ উদ্বোধনের পর এ ফল প্রকাশ করেন।

চলতি বছরে এসএসসি বা সমমানের পরীক্ষায় অংশ নেয় ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থী। মোট ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে এবারের এসএসসি বা সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মোট ২৯ হাজার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।

কেএম/আরএইচ