শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বৈশ্বিক চিন্তা করলে বিশ্ববিদ্যালয়গুলো দ্বিতীয়বার পরীক্ষা নিতে পারে। তাদের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত তারাই নেবে। তবে আমরা বিশ্ববিদ্যালয়গুলোর সাথে এ বিষয়ে আলাপ করব।

রোববার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এর আগে গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শিক্ষামন্ত্রী বলেন, একই মেধায় দ্বিতীয়বার শিক্ষার্থী নিতে বিশ্ববিদ্যালয়গুলোর তো সমস্যা থাকার কথা নয়। শিক্ষার্থীরা যাতে সুযোগ পায় আমরা সে চেষ্টা করব।

এএজে/এনএফ