শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে এবারের এসএসসি এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী জুন ও আগস্টের মধ্যে নেওয়া হতে পারে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, জুন থেকে আগস্টের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। সংক্ষিপ্ত সিলেবাসে এ পরীক্ষা হবে। কয় বিষয়ে পরীক্ষা নেওয়া হবে, সেটা পরীক্ষার কাছাকাছি সময়ে গিয়ে বলতে পারব।

অন্য সব বছর ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি এবং ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হলেও করোনার কারণে ২০২০ সাল থেকে নির্ধারিত সময়ে পাবলিক পরীক্ষাগুলো নেওয়া সম্ভব হয়নি।

এএজে/এসএম