আজ (২৭ ফেব্রুয়ারি) থেকে বাংলাদেশ টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক 'দশে দশ'। কাজী রশিদুল হক পাশার রচনায় ২০ পর্বের এই ধারাবাহিক নাটকটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা। প্রচারিত হবে সপ্তাহের প্রতি রবিবার সোমবার ও মঙ্গলবার রাত ৯ টায়।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, রশিদুল হক পাশা, আহসান হাবিব নাসিম, মোমেনা চৌধুরী, খলিলুর রহমান, আল-মনসুর, মিলি বাশার, মাজনুন মিজান, সুষমা সরকার, হাফিজুর রহমান, রিয়াদ রায়হান প্রমুখ।

প্রযোজক জানান, ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরু করেন স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দেয়ার কাজ। বিশেষ করে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ উপহার পেয়ে জাতি বদলে যায়। বড় বড় প্রজেক্ট হাতে নিয়ে সুখী ও সমৃদ্ধির দিকে এগোতে থাকে বাংলাদেশ। বিভিন্ন চরিত্রের মাধ্যমে গল্প এগিয়ে ২০২০ সালে পদ্মাসেতুতে এসে শেষ হবে।

আরআইজে