কঙ্গনা রানাওয়াতের লক আপ শোতে সুপরিচিত টিভি ব্যক্তিত্ব এবং উদ্যোক্তা তেহসিন পুনাওয়ালা তার যে গোপন কথা ফাঁস করেছেন, তাতে চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা অনেকের। 

জাতীয় টেলিভিশনে পর্দায় তেহসিন জানালেন যে, তিনি দেশের প্রথম সারির এক শিল্পপতির স্ত্রীর সঙ্গে রাত কাটিয়েছেন। এখানেই শেষ নয়। তাদের সঙ্গমের সময় সামনে বসেই ঘটনার সাক্ষী হয়েছেন ওই শিল্পপতি। 

‘লক আপ’-এর দ্বিতীয় বিচার পর্বেই নিজের এই সিক্রেট প্রকাশ্যে আনেন তেহসিন পুনাওয়ালা।  

তবে এ ঘটনা নিয়ে মোটেও বিচলিত নিন তেহসিনের স্ত্রী মণিকা ভদ্রা পুনাওয়ালা। বরং তিনি বলেছেন, স্বামীর জন্য গর্ববোধ করি। 

মণিকা টুইটারে লিখেছেন, কোনোরকম দ্বন্দ্বে না জড়িয়ে ১২ জন সেলিব্রিটি প্রতিযোগীকে একসারিতে নিয়ে আসার মতো ক্ষমতা তোমার রয়েছে। আলাদা ব্যাকগ্রাউন্ড ও ব্যক্তিত্বের তারকাদের বুদ্ধি দিয়ে মাত দেওয়ার কাজও তুমি করতে পারো। তেহসিন, তোমাকে দেখলে আমার গর্ব হয়। ভারত তোমাকে দেখে অভিভূত। পরপর দু’ দিন তুমি ট্রেন্ডিং লিস্টে দ্বিতীয় স্থানে এলে। তুমি আসলে উজ্জ্বল এক নক্ষত্র। 

তেহসিনের জীবনের এই গোপন কথা কি তার স্ত্রী মণিকা জানেন? এর জবাবে তেহসিন বলেন, স্ত্রীর সঙ্গে বিয়ের আগে পরিচয় হওয়ার পর প্রথম এই কথাটিই আমি শেয়ার করেছিলাম। 

এনএফ