গায়িকা নাজুর বাসায় আগুন
তরুণ প্রজন্মের মেধাবী সংগীতশিল্পী নাজু আখন্দের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (২৮ মার্চ) সকাল ১০টার দিকে গায়িকার খিলগাঁওয়ের বাসায় আগুন লাগে। গায়িকা জানান, বাসার আন্ডারগ্রাউন্ডে লাগা এ আগুন দ্রুত চারিদিকে ছড়াতে থাকে।
পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিজ্ঞাপন
নাজু বলেন, ‘এতে ধোঁয়া জীবনে কখনো দেখিনি। আগুনের কারণে পুরো বিল্ডিংয়ের সবাই নিচে নেমে আসে। আল্লাহর অশেষ রহমতে আমরা বেঁচে গেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
নাজু আখন্দ ২০০০ সালে স্কুলে থাকতেই প্রকাশ করেন নিজের প্রথম অ্যালবাম ‘কাঁচা হলুদের রং’। এরপর ২০০৯ সালে ‘স্বপ্নকন্যা’, ২০১৩ সালে ‘একটু জায়গা দে’ এবং ২০১৫ সালে ‘ফিরিয়ে দাও আমার প্রেম’ নামে একক অ্যালবাম প্রকাশ করেন।
বিজ্ঞাপন
২০০১ সালে আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে ‘মায়ের সম্মান’ দিয়ে প্লেব্যাকে অভিষেক নাজুর। এরপর গত গত দুই দশকে সিনেমার প্রায় ২৫০টি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। স্টেজ শো করেছেন বিশ্বের ৩০টির বেশি দেশে।
দ্বিতীয় অ্যালবামের ‘হাত বাড়ালে যায় না ছোঁয়া’ শিরোনামের গানটির জন্য ২০১০ সালে সেরা গায়িকা হিসেবে পপুলার চয়েজ ক্যাটাগরিতে সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পান তিনি।
আরআইজে