আসছে পহেলা বৈশাখকে সামনে রেখে একটি বিশেষ পরিবেশনায় কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি গায়িকা রেজওয়ানা চৌধুরী বন্যা ও তরুণ গায়ক স্বপ্নীল সজীবসহ  অর্ধশত শিল্পী।

রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পর্যায়ের গান ‘সকাতরে ঐ কাঁদিছে সকলে’ এবং ইংরেজ কবি ও পাদ্রী জন নিউটনের প্রচলিত ভক্তিগীতি ‘অ্যামেজিং গ্রেস’কে এক করে তৈরি হয়েছে বিশেষ এই পরিবেশনাটি। যার নাম দেওয়া হয়েছে ‘মঙ্গলবারতা’।

এর সংগীতয়োজন করেছেন ভারতের সৈকত বিশ্বাস গোবলো। ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার।

কাজটি নিয়ে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘এই গানের প্রতিটি স্তবক যেন সাধারণের মনের কথা বলছে। হারাবার ভর, আঁকড়ে ধরে থাকার প্রবৃত্তি, আশার মাঝে জীবনের মর্ম খুঁজে পাওয়া, সুখ-স্বপ্ন, সুখের পেছনে অবিরাম ছুটে চলা-মানব প্রকৃতির এই চিত্র রবিঠাকুর অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন এ গানে।’

তিনি আরও যোগ করেন, ‘এই অতিমারীর, যুদ্ধ বিগ্রহের সময় আমরা আবারও বুঝছি যে মানুষ বড়ই অসহায়, দিন শেষে একমাত্র অধিপতিই আমাদের শেষ সম্বল। বিশ্বায়ন ও প্রযুক্তির যুগে এই পরিবেশনা শুধু বাংলা ভাষাভাষী মানুষই নয়, সবাইকে আলোর পথ দেখাবে, প্রশান্তি বয়ে আনবে বলে আমার বিশ্বাস।’

স্বপ্নীল সজীব বলেন, ‘শ্রদ্ধেয় ড. রেজওয়ানা চৌধুরী বন্যা আমাদের বটবৃক্ষ। এই পরিবেশনায় তার সঙ্গে যোগ হতে পেরে আমি আনন্দিত। বাংলা নববর্ষে বিশেষ এই পরিবেশনাটি সবার ভালো লাগবে বলে আমি আশাবাদী।’

গানটির সমগ্র আয়োজনও পরিচালনা করেছেন স্বপ্নীল সজীব। প্রযোজনা করেছেন ধ্রুব গুহ। বাংলা নববর্ষ উপলক্ষ্যে ইউটিউবে ধ্রুব মিউজিক স্টেশন চ্যানেলে এটি উন্মুক্ত করা হবে।

আরআইজে