দশ বছর পর সিনেমায় গান গাইলেন ‘ঘুড়ি’খ্যাত গায়ক লুৎফর হাসান। ‘ভালো আছে রুম, দুপুরের ঘুম, বিকেলের ভাঙ্গা কাপে চা’ এমন কথায় গান লিখেছেন ফেরারী ফরহাদ। সুর ও সংগীতায়োজনে আহমেদ কিসলু।

এত বছর পর ফের প্লেব্যাকে গান গেয়ে উচ্ছ্বসিত লুৎফর হাসান। এক দশক আগে, ২০১২ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’ চলচ্চিত্রে গেয়েছিলেন আইয়ুব বাচ্চুর সুর ও সংগীতে, কবির বকুলের কথায়।

এতদিন কেন অনুপস্থিত? এমন প্রশ্নে লুৎফরের সরল উত্তর ‘কেউ ডাকেনি, তাই এতদিন গাওয়া হয়নি। নতুন এই গানটি সব মিলিয়ে আমার কাছে দারুণ লেগেছে। আশা করি সবার পছন্দ হবে।’

ফেরারী ফরহাদের গল্প ও চিত্রনাট্যে অলোক হাসান পরিচালিত ‘নাকফুল’ চলচ্চিত্রে থাকছে গানটি। এতে জুটি বেঁধেছেন ঢালিউড নতুন নায়ক আদর আজাদ ও পূজা চেরি।

জানা গেছে, ৬ এপ্রিল থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকায় শুরু হয়েছে সিনেমাটির শুটিং। প্রথম দিনেই অংশ নেন আদর-পূজা। শ্রীমঙ্গলে একটানা ২০ দিন ‘নাকফুল’ সিনেমার শুটিং হবে। এরপর ঢাকা দিয়ে শেষ হবে চিত্রায়ণ।

আরআইজে