জনপ্রিয় উপস্থাপক, স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক কেন্দ্রীয় কমিটির উপ সম্পাদক আনজাম মাসুদের মা আজ সকাল ৯টায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান।

তিনি আরও জানান, মৃত্যুকালে আনজাম মাসুদের মায়ের বয়স হয়েছিলো ৮৬ বছর। বেশ কিছুদিন যাবৎ বার্ধক্য জনিত রোগ এবং শ্বাস কষ্ট নিয়ে হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন তিনি।

এদিকে, একই দিনে বাবা হারিয়েছেন সংগীতশিল্পী শাওন গানওয়ালা। আজ সকাল ১০টা ২৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার বাবা মো. শাহজাহান সাজু।

শাওন নিজেই বাবার মৃত্যুর খবরটি জানিয়েছেন।

শাওনের বাবা মো. শাহজাহান সাজুর নামাজে জানাজা আজ বাদ আসর মিরপুর ১নং কলওয়ালাপাড়া জামে মসজিদ অনুষ্ঠিত হবে। বাবার বিদেহী আত্মার শান্তি কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন শাওন।

আরআইজে