‘বান্টি বানু’ নাটকে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী

আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী অভিনীত ‘শিল্পী’ নাটকটি এখন ভাইরাল। নাটকটির গান ‘বুক চিনচিন করে হায়’ এখন সামাজিক মাধ্যমে বড় আনন্দের খোরাক। ‘শিল্পী’ দিয়ে বাজিমাত করার পর আবারও আফরান নিশো-মেহজাবীন চৌধুরী জুটিকে এক করেছেন নির্মাতা মহিদুল মহিম। তাদের এবারের নাটকের নাম ‘বান্টি বানু’।  

‘বান্টি বানু’ নাটকে নিশো ও মেহজাবীন 

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সিএমভির ব্যানারে নির্মিত হয়েছে বিশেষ এই নাটকটি। ১৫ ফেব্রুয়ারি বিকাল ৩টায় সিএমভির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে এটি। যাতে এই শহরের এক বাড়ির দারোয়ান বান্টির চরিত্রে দেখা যাবে আফরান নিশোকে আর বাসার কাজের মেয়ে বানুর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। জানা গেছে, এমন চরিত্রে দুজনেই প্রথম অভিনয় করেছেন।  

‘বান্টি বানু’ নাটকের দৃশ্য 

নির্মাতা মহিদুল মহিম বলেন, ‘নাটকটি কমেডির আদলে তৈরি। তবে এর মধ্যে একটা মিষ্টি প্রেমের গল্পও রয়েছে। সংলাপগুলো অনেক মজা করে লিখেছি। নিশো ভাইয়া ও মেহজাবীন আপু বরাবরের মতোই চমৎকার অভিনয় করেছেন। নাটকটি দেখে দর্শক আনন্দ পাবেন এটা নিশ্চিত করে বলতে পারি।’

আরআইজে