গুরু-শিষ্যের ‘চাঁদের হাসির বাঁধ ভেঙেছে’
নন্দিত বরীন্দ্রসংগীত শিল্পী সাদী মহম্মদের সাক্ষাৎ ছাত্রী অণিমা রায়। এবার বাংলা নববর্ষ উপলক্ষে গুরু-শিষ্যের নিবেদন হিসেবে মুক্তি পেলো রবীন্দ্রনাথের গান ‘চাঁদের হাসির বাঁধ ভেঙেছে’। দুজনের গাওয়া গানটির সংগীতায়োজনে তানভীর তারেক।
গানটি প্রসঙ্গে অণিমা রায় বলেন, ‘পয়লা বৈশাখ মূলত বাঙালির সার্বজনীন উৎসব। সেই উৎসবের স্মারক হিসেবেই আমরা গানটি করেছি। সাদী মহম্মদ আমার প্রিয় শিক্ষক। আমার এই রবীন্দ্রঅনুরাগী হয়ে ওঠার পেছনে তার অবদান অনেক। সাদী স্যারের সঙ্গে আমার এক স্টেজে গান করা, টিভি লাইভ পারফর্মেন্স করা হয়েছে। কিন্তু সেই অর্থে দ্বৈত গানের রেকর্ড করা হয়নি। গানটির মাধ্যমে সেই আক্ষেপ পূর্ণ হওয়ায় খুব ভালো লাগছে।’
বিজ্ঞাপন
সাদী মহম্মদ বলেন, ‘অণিমা আমার খুব প্রিয় ছাত্রী ছিল। আজ ও জনপ্রিয় একজন রবীন্দ্রসংগীত শিল্পী। ওর সাফল্য আমাকে বরাবরই মুগ্ধ করে। ওর সাথে একটি ডুয়েট গানের ব্যাপারে যখন আমাকে তানভীর বললো, তখন বললাম তানভীর তুমি তোমার মতো কম্পোজিশন করো, আমি গাইব। প্রিয় ছাত্রীর সঙ্গে একটি গান রেকর্ড হলো, এটাও এক আনন্দের অনুভূতি।’
গানটির সংগীতায়োজন প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘সাদী ভাইকে আমার সুরে দুটি গান করানোর পরিকল্পনা যখন করছি। তার মাঝেই যখন বৈশাখ এলো, ভাবলাম অণিমার সঙ্গে এই উপলক্ষে একটি দ্বৈত গান রেকর্ড করি। রবীন্দ্রনাথের কোন গানটি করবো, এটিও সাদী ভাইয়েরই সিলেক্ট করে দেয়া। আমি চেয়েছি দুজনার কণ্ঠে আমার মতো করে একটি সংগীতায়োজন করার।’
বিজ্ঞাপন
গানটি উন্মুক্ত হয়েছে ইউটিউবে অণিমা রায়ের নিজস্ব চ্যানেলে। এছাড়া আজ (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের বিশেষ অনুষ্ঠানে বিটিভিতে প্রচার হচ্ছে।
আরআইজে