শিশু সুরক্ষা আইন লঙ্ঘন করার অভিযোগে কমেডিয়ান কুণাল কামরার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে ভারতের জাতীয় শিশু সুরক্ষা কমিশন। তারা টুইটার ও দিল্লি পুলিশকে চিঠি দিয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে।

সম্প্রতি জার্মানি সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে প্রধানমন্ত্রীর সামনে 'হে জন্মভূমি ভারত' গানটি গেয়েছিলেন এক  শিশু। 

অভিযোগ, টুইটারে সেই ভিডিওটি শেয়ার করে সমালোচনা করেছিলেন কমেডিয়ান কুণাল কামরা। এরপরই শিশু সুরক্ষা আইন লঙ্ঘন করার অভিযোগে তার বিরুদ্ধে সরব হয়েছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন।  

এছাড়া টুইটারের কাছে কামরার টুইটি মুছে ফেলার দাবি জানান হয়েছে। একই সঙ্গে দিল্লি পুলিশকে কমেডিয়ানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ারও অনুরোধ করা হয়েছে।

সূত্র : জি২৪ ঘণ্টা

জেডএস