নানা আয়োজনে সংগীতজ্ঞ আজাদ রহমানকে স্মরণ
দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজনের মধ্য দিয়ে সঙ্গীতজ্ঞ আজাদ রহমানকে স্মরণ করেছেন তার শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা।
গত ১৬ মে ছিল সংগীতজ্ঞ আজাদ রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। দিনটিকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী কবির সুমন একটি বাংলা খেয়ালের বন্দেশ রচনা করেন। ‘রাগ আজাদ’ নামের নতুন এই রাগটি সোমবার প্রকাশ করা হয়।
বিজ্ঞাপন
এছাড়া মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। সোমবার সকাল ১১টায় রাজধানীর আজিমপুরে তার কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন আজাদ রহমানের অনুজ সাজ্জাদ রহমানসহ সকল শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা।
এদিকে আজাদ রহমানের স্মরণে দুই বাংলার স্বনামধন্য শিল্পীদের অংশগ্রহণে বিভিন্ন ভার্চুয়াল আলোচনা ও বাংলা খেয়াল পরিবেশন করা হয়। স্মৃতিচারণ ও সঙ্গীত পরিবেশনায় ছিলেন অনিল কুমার সাহা, প্রিয়াঙ্কা গোপ, মাস্টার অরিজিৎ ব্যানার্জি (ভারত), কেয়া ব্যানার্জি (ভারত), মানস দাস, রতন চন্দ্র মজুমদার, জুলিয়েট সুস্মিতা বাড়ৈ ও জেরীন তাবাসসুম হকসহ আরও অনেকে।
বিজ্ঞাপন
এছাড়া সংগীতগুরুকে স্মৃতিচারণ ও আলোচনা অনুষ্ঠানে অংশ নেন অধ্যাপক কাবেরী কর (ভারত), সঞ্জয় ব্যানার্জি (ভারত), ড. অসিত রায়, রুমানা নুসরাত, রোজানা আজাদ হাসান, প্রিয়াঙ্কা গোপ এবং পূজা দাসসহ আরও অনেকে।
আজাদ রহমানের শিক্ষার্থীদের পক্ষে স্মৃতিচারণ, আলোচনা অনুষ্ঠান ও সঙ্গীতায়োজন পরিচালনা করেন শিক্ষার্থী সংস্কৃতি কেন্দ্রের শিক্ষক জেরীন তাবাসসুম হক এবং রতন চন্দ্র মজুমদার।
আজাদ রহমান বাংলাদেশের একজন প্রখ্যাত সুরকার, সংগীত পরিচালক ও সংগীতশিল্পী। ‘জন্ম আমার ধন্য হলো মা গো’, ‘ভালোবাসার মূল্য কত’, ‘ও চোখে চোখ পড়েছে যখনই’, ‘মনেরও রঙে রাঙাব’, ‘ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়’, ‘এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি’সহ বহু গানের সুরকার ও সঙ্গীতপরিচালক হিসেবে কাজ করেছেন তিনি।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই সঙ্গীতপরিচালক ১৯৪৪ সালের ১ জানুয়ারি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন। তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে খেয়ালে স্নাতক সম্পন্ন করেন। চলচ্চিত্রের গানে তার পথচলা শুরু কলকাতার জনপ্রিয় বাংলা সিনেমা ‘মিস প্রিয়ংবদা’র সঙ্গীত পরিচালনা দিয়ে।
চলচ্চিত্রে সংগীত শিল্পী হিসেবে একবার এবং সংগীত পরিচালক হিসেবে দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন বরেণ্য এই সঙ্গীতজ্ঞ।
এএ