দেশের খ্যাতিমান সুরকার, গীতিকার ও সঙ্গীতজ্ঞ মোহাম্মদ আসাফ্উদ্দৌলাহ। এ পর্যন্ত বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের অনেক কিংবদন্তি শিল্পীর সঙ্গে কাজ করেছেন তিনি। তাদের মধ্যে উল্লেখ্যযোগ্য-ফিরোজা বেগম, উস্তাদ গুলাম আলী, উস্তাদ হামিদ খান, উস্তাদ সাগীর উদ্দিন খান, আবিদা পারভীন ও হৈমন্তী শুক্লা।

এবার প্রকাশ পেল আসাফ্উদ্দৌলাহ লেখা ও সুর করা ১৩টি নতুন গান। ভিডিও আকারে প্রকাশিত এই গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কলকাতার গায়িকা পিউ মুখার্জি। সংগীতায়োজন করেছেন পন্ডিত তেজেন্দ্র মজুমদার।

গানগুলোর শিরোনাম হলো ‘পড়ে কি মনে’, ‘অবাক আলোয়’, ‘এখন সময় হল’, ‘বাইরে শ্রাবণ’, ‘কেনো চলে যেতে’, ‘কারে কারে বলি’, ‘কোনো রাত’, ‘মেঘ এসে ছুঁয়ে যায়’, ‘ফিরে ফিরে চেয়ে’, ‘রং এ তোমায় সাজাবো’, ‘গাছের সারি’, ‘তুমি ছাড়া কে বা’ এবং ‘তুমি তো এখনও‘।

রোববার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে গানগুলোর মোড়ক উম্মোচন করা হয়েছে। সেখানে পিউ মুখার্জি ৬টি গান পরিবেশনা করে অতিথিদের মুগ্ধ করেন।

গানগুলো মোহাম্মদ আসাফ্উদ্দৌলাহ’র নিজস্ব ইউবটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে। পৃষ্ঠপোষকতায় ইয়ামাহা মিউজিক বাংলাদেশ।

আরআইজে