চলচ্চিত্রের জন্য আন্তর্জাতিক অনুদান পেলেন স্বপন
একটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণের জন্য আন্তর্জাতিক অনুদান পেলেন বাংলাদেশের মেধাবী চলচ্চিত্র নির্মাতা সামছুল ইসলাম স্বপন। তার এই চলচ্চিত্রের নাম ‘লতিকা’। এর জন্য সম্প্রতি ‘ইন্টারন্যাশনাল কোলাবরেশন গ্রান্ট’ থেকে ৭ হাজার ব্রিটিশ পাউন্ড জিতে নিয়েছেন তিনি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ লাখ টাকা।
ঢাকা ডকল্যাব এবং ওয়াও ওয়েলস ওয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের যৌথ এই আয়োজনের অর্থায়নে আছে ব্রিটিশ কাউন্সিল।
বিজ্ঞাপন
বাংলাদেশের নড়াইল জেলা চিত্রানদীর পাড়ে ঐতিহ্যবাহী মালো সম্প্রদায়ের এক সংগ্রামী নারীকে কেন্দ্র করে তৈরি হচ্ছে স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র ‘লতিকা’। তার স্বামী শ্যাম বিশ্বাস ভোঁদড় দিয়ে মাছ শিকার করা জেলে। তাদের দুই সন্তান, বয়স্ক মা এবং তিন জোড়া ভোঁদড় নিয়ে টানাপোড়নের সংসারের জীবনচিত্র উঠে আসবে এতে।
এদিকে, নির্মাতা সামছুল ইসলাম স্বপন তার আরেক পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র ‘ভোঁদড় মাঝির ইতিকথা’র জন্য এ বছর জিতে নেন মুক্তিযুদ্ধ জাদুঘর, লিবারেশন ডকফেস্ট বাংলাদেশ আয়োজিত ‘এক্সপোজিশন অব ইয়ং ফিল্ম ট্যালেন্ট-২০২২’ অ্যাওয়ার্ড।
বিজ্ঞাপন
আরআইজে