গানটি গাইতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি নোলক
‘ক্লোজআপ ওয়ান’খ্যাত গায়ক নোলক বাবু নতুন গান প্রকাশ করেছেন। যার শিরোনাম ‘পোড়া লাশের সারি’। সীতাকুণ্ডসহ দেশের সকল অগ্নিকাণ্ডে নিহতদের স্মৃতির প্রতি গানটি উৎসর্গ করা হয়েছে।
সম্প্রতি ইউটিউবে টিউন বাংলা নামের চ্যানেলে এটি উন্মুক্ত করা হয়েছে। এরইমধ্যে সাড়াও মিলছে বেশ।
বিজ্ঞাপন
গানের কথাগুলো এমন- ‘আমি আর দেখতে পারি না রে এমন বীভৎস লাশের সারি/ আমি আর সইতে পারিনারে স্বজনহারা আহাজারি’। কথা লিখেছেন সায়ীদ আবদুল মালিক। সুর করেছেন এস এ কিরণ।
নোলক বাবু বলেন, ‘গানটি গাইতে গিয়ে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। অসাধারণ লেখা। প্রতিটি শব্দে কেমন যেন একটা বেদনা লুকিয়ে আছে। লাইনে লাইনে শোকের ভয়াবহতা ও আগুনে পুড়ে যাওয়ার নির্মমতার ছাপ। শ্রোতারা খুব ভালোভাবেই গ্রহণ করছেন।’
বিজ্ঞাপন
আরআইজে