একাধারে গায়ক, সুরকার ও সংগীত পরিচালক হিসেবে পরিচিত জুয়েল মোর্শেদ। ২০১০ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘একলা প্রথম’। তবে তিনি সুরকার-সংগীত পরিচালক হিসেবে কাজ শুরু করেন এরও আগে, ২০০৮ সালে।

এবার প্রথমবারের মতো চলচ্চিত্রের সংগীত পরিচালনা করলেন জুয়েল। সৈকত নাসির পরিচালিত ‘পাপ’ সিনেমার টাইটেল গানের সুর-সংগীত করেছেন তিনি। সম্প্রতি রেকর্ডিং শেষে গানটির চিত্রায়নও সম্পন্ন হয়েছে।

গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় ব্যান্ড ‘সাবকনশাস’-এর ভোকাল নাবিলা রাহনুম। কথা লিখেছেন সুহৃদ সুফিয়ান। গায়িকা নাবিলা রাহনুমেরও প্রথম প্লেব্যাক এটি। অন্যদিকে এবারই প্রথম সিনেমার জন্য লিখেছেন গানটির গীতিকার। গানটিতে র‌্যাপ করেছেন নারী র‌্যাপার টুকু। এর সঙ্গে পর্দায় পারফরমেন্স করতে দেখা যাবে নায়িকা ববি ও জাকিয়া মাহাকে।

সিনেমায় প্রথম সংগীত পরিচালনা প্রসঙ্গে জুয়েল মোর্শেদ বলেন, “সিনেমায় সংগীত পরিচালনা করব এটা আমি নিজেও সেভাবে ভাবিনি। তবে ‘পাপ’ সিনেমার পরিচালক সৈকত নাসিরের কল্যাণে কাজটি হলো। এটি সিনেমার টাইটেল গান। আইটেম আকারেই আমরা করেছি। সবাই খুব আনন্দ নিয়ে কাজটি করেছেন। শ্রোতা-দর্শকের ভালো লাগলেই কাজটি আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।”

উল্লেখ্য, ‘বল তুই আমার ছেড়ে কোথায় যাবি’, ‘শুধু তোরে’, ‘বড় শূন্য শুন্য লাগে’সহ কয়েকটি জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন জুয়েল। সাউন্ড ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান হিসেবেও সংগীত সংশ্লিষ্টদের কাছে তার অনেক কদর।

আরআইজে