নন্দিত অভিনেত্রী শর্মিলী আহমেদ মারা গেছেন। শুক্রবার (৮ জুলাই) সকালে তার মৃত্যু হয়েছে। কালজয়ী এ অভিনেত্রী দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন। অবশেষে ঝলমলে অভিনয় জীবনের ইতি টেনে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।

শর্মিলী আহমেদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের সিনেমা ও নাট্যাঙ্গনে। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি মায়ের চরিত্রে অভিনয় করেই বেশি সাফল্য পেয়েছেন। এজন্য অভিনয় জগতের ‘মা’ বলে অভিহিত করা হয় তাকে।

শর্মিলী আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আরেক বরেণ্য অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, “আমার সুন্দরী চাচি, আমাদের সময়ের বরেণ্য অভিনেত্রী শর্মিলী আহমেদ আজ সকালে তার বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার আত্মার শান্তি কামনা করছি। পুরো অভিনয় জগত আজ তার প্রিয় ‘আম্মা’কে হারিয়ে ফেলল।”

সুবর্ণা মুস্তাফার পোস্ট

সুবর্ণা মুস্তাফার পোস্টে অভিনয় জগতের অনেকেই শোক প্রকাশ করেছেন। অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা মন্তব্য করেছেন, ‘ও মা... শর্মিলী মা! মেনে নিতে পারছি না!’।

অভিনেত্রী মিলি বাশার লিখেছেন, ‘আল্লাহ কী শুনলাম এটা? ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন’।

অভিনেত্রী নওশীন নাহরিন মৌ খবরটি শুনে বিস্মিত হয়েছেন। তিনি লিখেছেন, ‘আন্টি? এটা কী হলো? কীভাবে!’

সংগীতশিল্পী নকিব খান মন্তব্য করেছেন, ‘ইন্নালিল্লাহি...রাজিউন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আমিন।’

কেআই