সোমবার (২২ ফেব্রুয়ারি) ছিল দেশের অন্যতম সেরা গীতিকবি, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের জন্মদিন। বিশেষ এই দিনে তার লেখা কিছু গানের সৃষ্টির ইতিহাস নিয়ে বই ‘অল্প কথার গল্প গান’-এর মোড়ক উম্মোচন করা হয়। রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত সেই অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের তারকাদের পাশাপাশি উপস্থিত হন ‘ঢালিউড কিং’ শাকিব খানও। 

অনুভূতি প্রকাশ করছেন শাকিব, পাশে গাজীর মেয়ে সংগীতশিল্পী দিঠি এবং উপস্থাপক শান্তা জাহান 

জন্মদিনে গাজী মাজহারুল আনোয়ারকে শুভেচ্ছা জানান শাকিব। এক ফাঁকে শাকিবকে নিয়ে সিনেমা বানানোর আগ্রহের কথা জানান গাজী। বলেন, ‘শাকিব খানকে নিয়ে সিনেমা বানানোর গল্প সাজিয়ে রেখেছি। তার প্রোডাকশনের হলেও আমি তাকে নিয়ে একটা সিনেমা করতে চাই।’ শাকিবের শিডিউল মিলবে কিনা সেই প্রসঙ্গেও জানতে চান তিনি।  

জবাবে শাকিব খান বলেন, ‘আংকেল যখনি চাইবেন, যেভাবে চাইবেন আমার শিডিউল পাবেন। উনার জন্য আমার শিডিউল ওপেন রইল।’ 

হাসি মুখে গাজী মাজহারুল আনোয়ারের কথা শুনছেন শাকিব 

শাকিব আরও যোগ করেন, ‘আমি কোভিডের মধ্যে শত শত পুরনো সিনেমা দেখেছি। দেখা গেছে সিনেমারগুলোর যে গানটাই ভালো লেগেছে সেটাই গাজী আংকেলের লেখা। দেশাত্মবোধক থেকে শুরু করে সব ধরনের কালজয়ী গান তিনি লিখেছেন। তিনি সিনোমা নির্মাণ করলে আমি অবশ্যই কাজ করতে চাই।’ 

এর আগে কিংবদন্তি এই গীতিকবিকে শুভেচ্ছো জানান দেশের নাম্বার ওয়ান চিত্রনায়ক। বলেন, ‘আমি আজকে যার জন্মদিনে এসেছি তিনি একজন জীবন্ত কিংবদন্তি। তিনি বাংলা সংস্কৃতির একজন উজ্জ্বলতম নক্ষত্র। আমি এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এমন শুভক্ষণে তার পাশে দাঁড়িয়ে কথা বলছি এটাই আমার জন্য অনেক আনন্দের।’ 

আরআইজে