ফাতিমা তুয্ যাহরা ঐশী

সুরকার হিসেবেও ধীরে ধীরে নিজের জাত চেনাচ্ছেন গীতিকবি এস আই শহীদ। ক’দিন আগে কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের কথায় সুর করেন তিনি। অন্যদিকে সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিজের অবস্থানকে আরও পোক্ত করেছেন ফাতিমা তুয্ যাহরা ঐশী।

এবার এস আই শহীদের সুরে তিনটি গানে কন্ঠ দিলেন ঐশী। সবকটি গানের সংগীতায়োজন করেছেন সালমান যাইম। গানগুলো হলো-‘প্রেমবাঁশি’, ‘আদর করিয়া’ ও ‘বাতাস ভরিয়া’। কথা লিখেছেন যথাক্রমে মাহমুদ মুরাদ, আব্দুল মুকিত এবং আবুল হোসেন জীবন। এর মধ্যে ‘আদর করিয়া’ প্রকাশ করেছে আরএম বাউল মিউজিক। অন্য দুটি প্রকাশ করবে কাঙাল মিউজিক এবং লেজার ভিশন। 

ঐশী ও শহীদ 

ঐশী বলেন, ‘শহীদ ভাইয়ের সঙ্গে আগেও কাজ করেছি। এবারের তিনটি গান তিন রকমের হয়েছে। কথা আর সুরের একটা অদ্ভুত মেলবন্ধন আছে। আশাকরি সবার পছন্দ হবে।’ 

এস আই শহীদ বলেন, ‘ঐশীর জন্য করা আগের গানগুলো শ্রোতারা বেশ পছন্দ করেছেন। নতুন গানগুলো নিয়েও আমরা আশাবাদী। কারণ গানগুলোতে বৈচিত্র আছে।’  

আরআইজে