মা, তোমার আজ জন্মদিন। তুমি যদি বেঁচে থাকতে তাহলে তোমার বয়স হতো ৭৩। ভালোই হয়েছে তুমি আর নেই মা। না হলে এই বয়সে ধর্ষণের হুমকি পেতে হয়তো! কারণ তোমার ছেলের নাম রূপঙ্কর। এই গানটি তোমার প্রিয়। তাই তোমার জন্য।  

কথাগুলো লিখেছেন কলকাতার সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচি। মায়ের জন্মদিন উপলক্ষ্যে একটি পোস্টে এসব লিখেছেন তিনি। 

কলকাতায় একটি অনুষ্ঠানের পর সঙ্গীতশিল্পী কে কের মৃত্যুর পর একটি মন্তব্যের জন্য বেকায়দায় পড়েছিলেন তিনি। শেষ পর্যন্ত অবশ্য বক্তব্যের জন্য ভুল স্বীকার করে নেন তিনি।

ওই মন্তব্য ঘিরে রুপঙ্করকে বয়কটের ডাকও ওঠে। তবে ধীরে ধীরে ছন্দে ফিরছেন রূপঙ্কর। কয়েকদিন আগেই একটি লাইভ শো-তে দেখা গিয়েছিল তাকে। এবার ভারত সরকারের হয়ে একটি গান রেকর্ড করলেন।

কে কে-কে নিয়ে করা মন্তব্যের বিষয়ে দুঃখপ্রকাশ করে রূপঙ্কর বলেছিলেন, আমার একটা ভিডিও গোটা পরিবারকে চরম বিপদের দিকে ঠেলে দেবে ভাবিনি। গায়ক হিসেবে দেশে-বিদেশে বহু মানুষের ভালোবাসা পেয়েছি, স্বীকৃতি পেয়েছি। মুহূর্তের অসতর্কতা এই রকম গনগনে এবং মারমুখি আবেগ বয়ে আনবে কে জানত তা! এত ঘৃণা, এত আক্রোশ। এটা অনেকটাই তৈরি হয়েছে আমি আমার বক্তব্য গুছিয়ে বলতে না পারার কারণে। 

এনএফ