ভারতের ৭৬তম স্বাধীনতা দিবসের সকালে জীবনের সবচেয়ে অ্যাম্বিশাস ছবি, সবচেয়ে অ্যাম্বিশাস চরিত্র ঘোষণা করলেন টলিউড সুপারস্টার দেব। এবার স্বনামধন্য বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যাকে আমরা সবাই বাঘাযতীন বলে চিনি, তার জীবনের ওপর ভিত্তি করে ছবি তৈরি করছেন দেব। যাতে মুখ্য ভূমিকায় থাকবেন নিজেই।

গতকাল গতানুগতিক আয়োজন ছাড়াই ইউটিউবে একটি বিশেষ টিজার ভিডিও তৈরি করে ছবির কথা ঘোষণা করলেন অভিনেতা এবং প্রযোজক দেব।

পিরিয়ড ড্রামায় দেব কতটা পারদর্শী তা তিনি এর আগে চাঁদের পাহাড়, অ্যামাজন অভিযান বা গোলন্দাজে ভালোই দেখিয়েছেন। শঙ্কর হোক বা নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী, নিজের করে নিয়েছিলেন সেই সমস্ত চরিত্রকে। তার প্রতিফলন ঘটেছিল বক্স অফিস থেকে পুরস্কারের মঞ্চ পর্যন্ত। আর প্রযোজক দেবকে নিয়ে টলিউড উচ্ছ্বসিত। তাকে ঢালাও দিয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়। হবু-গবুতে অভিনয় করার সময় তিনি খুব কাছ থেকে দেবকে দেখেছিলেন।

এ বার ফের একটি পিরিয়ড ড্রামা তৈরি করছেন দেব। আর এ বার পরিচালনার দায়িত্বে থাকছেন অরুণ রায়, যিনি পিরিয়ড ড্রামায় বেশ সিদ্ধহস্ত। এর আগে এগারো, হীরালাল এবং ৮/১২ বিনয় বাদল দীনেশের মতো ছবি উপহার দিয়েছেন। ফলে দেব তার জীবনের সবচেয়ে অ্যাম্বিশাস ছবির ক্ষেত্রে যে কোনো রকম খামতি রাখবেন না তা এক প্রকার পরিষ্কার হয়েই গিয়েছে। ঘোষণার পর থেকে দর্শকদের অপেক্ষা, কবে ছবির প্রথম ঝলকের দেখা মিলবে।

এসএম