২০১৩ সালে ‘নতুন একটা প্রেমে পড়ো’ অ্যালবাম দিয়ে সংগীতাঙ্গনে আত্মপ্রকাশ করেন তরুণ গায়ক কাজল আরিফ। এরপর থেকে নিয়মিতই গান প্রকাশ করে যাচ্ছেন তিনি। এবার প্রকাশিত হলো কাজল আরিফের নতুন গান-ভি‌ডিও ‘কেমন ভালোবাসো’।

‘কেমন ভা‌লোবাসো বন্ধু/ কেমন ভা‌লোবাসো/ আমার দু‌খে আড়াল থে‌কে/ মি‌টি মি‌টি হা‌সো’-এমন কথার গানটি লিখেছেন ও সুর করেছেন মোহাম্মদ হুমায়ুন। সংগীতায়োজন করেছেন সালমান জাইমের।

গানটির ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন ও সৌরভ নিলয়। এতে কাজল আরিফ ছাড়াও মডেল হয়েছেন জামসেদ শামীম ও স্নিগ্ধা।

নতুন গান প্রসঙ্গে কাজল আরিফ বলেন, ‘ছোটবেলা থেকেই আমি ফোক গান ভা‌লোবা‌সি। এর ম‌ধ্যে আমার গাওয়া ক‌য়েক‌টি গান শ্রোতারা পছন্দ ক‌রে‌ছেন। নতুন গানটি নি‌য়ে শ্রোতাদের কাছে হাজির হ‌তে পেরে অনেক ভালো লাগেছে। আশা করি সবার ভালো লাগবে।’

সোমবার (২২ আগস্ট) ইউটিউবে ম্যাক্স ব্যাগ এন্টারটেইনমেন্ট চ্যানেলে গান-ভিডিওটি উন্মুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, সর্ব‌শেষ লালন সাঁইকে শ্রদ্ধা জানিয়ে ‘রবে না এ ধন’ শি‌রোনামের গানটি গে‌য়ে‌ছি‌লেন কাজল আরিফ। নতুন গান‌টি নি‌য়েও তিনি আশাবা‌দী।

আরআইজে