২২ বছরে ৬০ বার রক্ত দিলেন জুয়েল
রক্তদান করছেন জুয়েল মোর্শেদ
দেশের সংগীতাঙ্গনের পরিচিত মুখ জুয়েল মোর্শেদ। একাধারে গায়ক, সুরকার ও সংগীত পরিচালক তিনি। পাশাপাশি সাউন্ড ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান হিসেবেও সংগীত সংশ্লিষ্টদের কাছে তার অনেক কদর।
বিভিন্ন মানবিক কার্যক্রমে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে থাকেন জুয়েল। তারমধ্যে অন্যতম রক্তদান। গত ২২ বছর ধরে নিয়মিত রক্তদান করে যাচ্ছেন ‘কোথায় যাবি’ খ্যাত এই গায়ক। ৩ মার্চ (মঙ্গলবার) তিনি রক্ত দিলেন ৬০তম বারের মতো। এরপর থেকে ভাসছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের প্রশংসার জোয়ারে।
বিজ্ঞাপন
‘ঢাকা পোস্ট’-এর সঙ্গে আলাপকালে জুয়েল বলেন, ‘আমি নটরডেম কলেজের ছাত্র ছিলাম। তারই সূত্র ধরে রোটার্যাক্ট ক্লাব অব নটরডেম কলেজের সদস্য হই। ১৯৯৮ সালে তাদের আয়োজিত রক্তদান কর্মসূচিতে প্রথম রক্ত দেই। এরপর থেকে গত ২২ বছর ধরে নিয়মিত রক্ত দিচ্ছি। ৬০তম রক্তদান পূর্ণ করতে পেরে খুব ভালো লাগছে।’
তিনি আরও যোগ করেন, ‘একজন অসুস্থ কিংবা মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে সাহায্য করে রক্ত। কাউকে রক্ত দিয়ে সাহায্য করার মধ্যে অন্যরকম একটা আনন্দ আছে। যতদিন সুস্থ থাকব, যতদিন পারব, এভাবে রক্ত দিয়ে মানুষের পাশে থাকতে চাই।’
বিজ্ঞাপন
২০১০ সালে প্রকাশিত হয় জুয়েল মোর্শেদের প্রথম একক অ্যালবাম ‘একলা প্রথম’। তবে তিনি সুরকার-সংগীত পরিচালক হিসেবে কাজ শুরু করেন তারও আগে, ২০০৮ সালে। নিজে গাওয়ার পাশাপাশি অন্যদের জন্যও নিয়মিত গান তৈরি করছেন জুয়েল মোর্শেদ।
আরআইজে