কাতার বিশ্বকাপ ফুটবল ঘিরে এখন বিশ্বব্যাপী উন্মাদনা চলছে। বর্তমানে বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনা এই দুই দলের সমর্থনে বিভক্ত পুরো দেশ। এবার এর সঙ্গে মেতেছেন এনটিভির আলোচিত ধারাবাহিক ‘চিরকুমার সংঘ’র সদস্যরা।

আর্জেন্টিনার সমর্থক কচি খন্দকার নতুন করে যুক্ত হয়েছেন নাটকটিতে। নাটকের গল্পেও আর্জেন্টিনার অন্ধ ভক্ত হিসেবে দেখা যাবে এই অভিনেতাকে। তার চরিত্রটির নাম পাকা মন্ডল। পণ করেছেন আর্জেন্টিনা যে বছর বিশ্বকাপ জিতবে সে বছর বিয়ে করবেন। আর্জেন্টিনা আর জেতে না, তার বিয়েও হয় না।

নাটকে ব্রাজিল সমর্থক হিসেবে দেখা যাবে বাপ্পী আশরাফকে। যিনি গ্রামের মাঠে সাঁতার কাপ নামে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে খেলার আয়োজন করেন।

পরিচালক তুহিন হোসেন জানান, ২৮ নভেম্বর থেকে চিকু সংঘে ফুটবল বিশ্বকাপের আমেজ শুরু হবে। নাটকটির নতুন পর্বগুলোতে থাকছে ফুটবল উন্মাদনাকে ঘিরে মজার গল্প।

নাটকটিতে অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, মারজুক রাসেল ও শরাফ আহমেদ জীবনআরশ খান, ফারিয়া শাহরিন, নাইমা আলম মাহা, অনিক, শহিদুল্লাহ সবুজ, শাহবাজ সানি, আফরোজা বেগম, পংকজ মজুমদারসহ অনেকে।

নাটকটি রচনা করেছেন গোলাম রাব্বানী। প্রতি সোম, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচার হচ্ছে এটি।

আরআইজে