উইলিয়াম শেকসপিয়রের কালজয়ী নাটক ‘ম্যাকবেথ’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘মায়া’। রাজর্ষি দে পরিচালিত কলকাতার এ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াদ রশিদ মিথিলা।

গতকাল ভারতের হায়দরাবাদে শুরু হয়েছে ‘৫ম তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব’। তিন দিনব্যাপী উৎসবে শনিবার (১০ ডিসেম্বর) সেখানে ‘মায়া : দ্য অল্টার ইগো’ সিনেমাটি প্রদর্শিত হবে। 

এরই মধ্যে উৎসবে যোগ দিতে হায়দরাবাদ পৌঁছে গেছেন মিথিলা। সেখানে চলচ্চিত্রবোদ্ধা আর দর্শকের সঙ্গে ছবি দেখার অপেক্ষায় আছেন বলে তিনি জানিয়েছেন। ছবিটি অনেকের ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেছেন।

জানা গেছে, এক সংখ্যালঘু নারী ধর্ষণের পর কীভাবে ঘুরে দাঁড়ায়, পুরুষতন্ত্রের শিকল ছেঁড়ার উৎসাহ জোগায় নারীদের— এসবই ফুটে উঠেছে সিনেমাটিতে। ‘মায়া : দ্য অল্টার ইগো’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মিথিলা।

এতে মিথিলার পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, রাহুল বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, দেবলীনা কুমার। সিনেমাটি ২০২৩ সালে মুক্তি পেতে যাচ্ছে বলে জানিয়েছেন মিথিলা।

কেএইচটি