টলিউড সুপারস্টার দেবের বাড়িতে আজ জোড়া উদ্‌যাপন। একে তো বড়দিন তারওপর নিজের জন্মদিনও আজকে। প্রতিবার জন্মদিনের আগে কোনো না কোনো ছবি মুক্তি পায় বিষয়টা কি কাকতালীয় নাকি জ্যোতিষীর পরামর্শ? দেব জানালেন, পরিশ্রমে বিশ্বাসী তিনি ভাগ্যে নন।

এবারও জন্মদিনের আগে মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘প্রজাপতি’। এতে সহশিল্পী হিসেবে পেয়েছেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তীকে। দুই সময়ের দুই সুপারস্টার একই ছবিতে, দুজনের রাজনৈতিক মতাদর্শও ভিন্ন। কীভাবে জমল দুজনার? এমন প্রশ্নে দেব জানান, মিঠুনদার সঙ্গে তার পরিচয় সেই মুম্বাই থেকে। সেখানে তার বাবার ক্যাটারিংয়ের ব্যবসা ছিল। ছবির সেটে দুজনার দেখা। তখন থেকেই একধরনের ভ্রাতৃত্ববোধ গড়ে উঠেছে দুজনার মধ্যে।

দেব বর্তমানে তৃণমূলের সাংসদ অন্যদিকে মিঠুন বিজেপির রাজনীতির সঙ্গে যুক্ত। শুটিং সেটে কোনো মতপার্থক্য হয়নি তো? দেবের সোজাসাপ্টা জবাব, ‘দেখুন, মিঠুনদা তো বাচ্চা নন, যে তাকে বোঝাব। ঝামেলা তখনই হবে যখন তাকে বোঝানোর চেষ্টা করব যে, তিনি ভুল, আমি ঠিক। সেই জায়গাটাতে পৌঁছতেই দিই না।’

‘প্রজাপতি’ ছবির দৃশ্যে দেব ও মিঠুন

শুটিংয়ের সময়টাতে এ ব্যাপারটিতে খুব সজাগ ছিলেন দেব। তিনি আরও বলেন, ‘আমরা কখনও নিজেদের পছন্দে হস্তক্ষেপ করি না। মিঠুনদা সকালে তৃণমূলকে গালি দিয়ে সন্ধাবেলা আমার বাড়িতে খেতে এসেছেন। বলেছি, মাংস খাবে? খাওয়াদাওয়া হয়েছে। আড্ডা জমেছে। এটাই আমাদের সম্পর্ক। আমি কখনও অন্য দলের কাউকে নিয়ে কটূক্তি করিনি। সেই জন্যই হয়তো মিঠুনদা আমায় ভালোবাসেন। তাই জন্য আমার প্রতি এই ভ্রাতৃত্ববোধ, সৌজন্যবোধ হয়তো।’

সূত্র : আনন্দবাজার

কেএইচটি