প্রিয় মানুষদের হাতে শানুর বই
মডেল-অভিনেত্রী শানারেই দেবী শানু এখন লেখিকা হিসেবেও বেশ পরিচিত। ২০১৭ সালের একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয় তার লেখা প্রথম (কবিতার) বই ‘নীল ফড়িং কাব্য’। এরপর থেকে প্রতি মেলাতেই বই প্রকাশ করছেন তিনি। সেই ধারাবাহিকতায় আগামী বইমেলায় ‘আমার একটা তুই চাই’ ও ‘ইতি মেঘবালক’ নামে দুটি উপন্যাস নিয়ে আসছেন শানু। বইগুলো প্রকাশ করবে যথাক্রমে অনন্যা এবং তাম্রলিপি।
বিজ্ঞাপন
শানু বলেন, ‘শোবিজের এই তিনজন মানুষ আমার ভীষণ প্রিয়। ভালোবাসার জায়গা থেকেই আমার নতুন উপন্যাসটি হাতের হাতে তুলে দিয়েছি। পড়ে তাদের কেমন লাগল সেই মতামত জানার অপেক্ষায় আছি।’
বিজ্ঞাপন
নতুন সিনেমা প্রসঙ্গে এই তারকা বলেন, ‘সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা খুব বেশি নেই। তবে এ মাধ্যমে কাজ করতে ভালো লাগে। এবারের সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্র করেছি। পরিচালকের নিষেধাজ্ঞার কারণে বিস্তারিত তথ্য প্রকাশ করতে পারছি না। শুনেছি দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন উৎসবে এটি প্রদর্শিত হবে।’
আরআইজে