বসন্ত মানেই প্রেম। আর প্রেমের এই মৌসুমে পাহাড়কে সাক্ষী রেখে নতুন জীবন শুরু করলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। প্রেমিক রাতুল মুখোপাধ্যায়ের সঙ্গে বাগদান সেরে ফেললেন অভিনেত্রী।

বর্তমানে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে সূর্যর মা লাবণ্য সেনগুপ্তর চরিত্রে অভিনয় করছেন রূপাঞ্জনা। সম্প্রতি ধারাবাহিকের শ্যুটিংয়ে দার্জিলিংয়ে গিয়েছিল টিম ‘অনুরাগের ছোঁয়া’। আর কাজের ফাঁকেই ছেলে ও প্রেমিকের জন্যেও কিছুটা সময় বের করে নিলেন রূপাঞ্জনা।

শৈল শহরেই আংটি বদল করলেন জুটি। ধুমধাম করে নয়, বরং একেবারে নিজেদের মতো করেই বিশেষভাবে উদযাপন করলেন নতুন জীবনে পা রাখা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন স্পেশাল মুহূর্ত। শুভেচ্ছা-ভালোবাসায় ভরালেন ভক্তরা।

দার্জিলিংয়ের এক পাহাড়ি চার্চের সামনে আংটি বদল করেছেন রূপাঞ্জনা-রাতুল। ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সত্যিকারের ভালোবাসার গল্প কখনো শেষ হয় না। একসঙ্গে থাকার নতুন শুরু। আংটি বদল করলাম। আমরা এনগেজড।’

সম্পর্ক নিয়ে কখনো লুকোছাপা করেননি এই জুটি। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা মেলে এই টলি লাভ বার্ডসের নানা আদুরে ছবি, ভিডিও, রিলস। ভক্তরাও সেসব দারুণ উপভোগ করেন।

রূপাঞ্জনার প্রেমিক আসলে টলিউড ইন্ডাস্ট্রিরই সদস্য। প্রথমে অভিনেতা ও বর্তমানে পরিচালক হিসাবে পরিচিত তিনি। ‘ইকির মিকির’, ‘চৌধুরী রাজবাড়ি’ ও ‘পালক’-এর মতো শর্ট ফিল্ম পরিচালনা করেছেন তিনি। ‘ইকির মিকির’ ও ‘পালক’-এ অভিনয় করেছেন রূপাঞ্জনা।

দীর্ঘদিন ধরেই সিঙ্গেল মাদার রূপাঞ্জনা মিত্র। ২০১৭ সাল থেকে সন্তানকে নিয়ে আলাদা থাকছেন তিনি। ২০০৭ সালে রেজাউল হকের সঙ্গে বিয়ে করেন রূপাঞ্জনা। তাদের বিবাহ বিচ্ছেদ হয় ২০১৮ সালে। এরপরই নতুন সম্পর্কে জড়ান অভিনেত্রী। 

ওএফ