৬ বছর পর বাংলাদেশে এসে প্রথমবারের মতো গাইলেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা। বেলাল খানের সুরে গানের কথা লিখেছেন কবির বকুল।

‘তুমি তোমার কাঙ্ক্ষিত স্বপ্নের দিকে হেঁটে যাচ্ছ/ আমার দিকে আর ফিরে তাকিয়ো না/ কেউ পেছনে দাঁড়িয়ে আছে যদি মনে হয়/ অনিচ্ছাতে আর ঘাড় বাঁকিয়ো না/ আমি তো ফুল শুকনো বকুল/ দু’হাতে কুড়িয়ে নেবার দিন শেষ/ ঝড় এলে আকাশ ভেঙে সূর্য হবেই নিরুদ্দেশ।’ এমনই কথামালায় সাজানো হয়েছে গানটি। 

কীভাবে গানটির সঙ্গে যুক্ত হলেন নচিকেতা? সেই গল্পই শোনা গেল, সম্প্রতি চাঁদপুরে একটি অনুষ্ঠানে গান করতে বাংলাদেশে আসেন নচিকেতা। অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরে উঠেন গীতিকবি বকুলের বাড়িতে। ঘরোয়া আড্ডায় কবির বকুল নচিকেতাকে গানের সুর শোনালে নচিকেতা তাৎক্ষণিক গানটি গাওয়ার ইচ্ছা পোষণ করেন এবং বলেন এই মুহূর্তে গান গাওয়ার জন্য গলা একদম রেডি আছে।

যেই কথা, সেই কাজ। ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় মগবাজার প্রোটিউন স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। গানটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত নচিকেতা।

তার কথায়, ‘নতুন প্রজন্ম দারুণ ভালো কাজ করছে। ভালো কথা ভালো সুর সব সময় আমাকে আকৃষ্ট করে। বকুল ও বেলাল মিলে যে গানটি তৈরি করছে, সেটি না গাইতে পারলে ভীষণ মিস হয়ে যেত। গেয়ে আনন্দ লাগছে।’

বেলাল খান তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘কোভিডের সময় একদিন বকুল ভাই তার পুরোনো ডায়েরি থেকে একটি কবিতা আমাকে সুর করতে বলেন। এর কিছুদিন পর বকুল ভাইকে সুর শোনালে গানটি নচিকেতা দাদাকে গিয়ে গাওয়ানোর ইচ্ছা পোষণ করেন। এবার সত্যি সত্যি সেটা করতে পেরে ভীষণ ভালো লাগছে।’

কবির বকুল বলেন, “কবিতাটি এবারের বইমেলায় প্রকাশিত ‘দ্বিতীয় জীবন’ বইয়ের একটি কবিতা। বেলালের সুরে নচিকেতা দাদা গাওয়ার পর সত্যিই গানটি ভিন্নমাত্রা পেয়েছে।”

বেলাল খান জানান, শিগগিরই গানটি ভিডিও আকারে প্রকাশ করা হবে।