অভিনয় ছাড়াও অনেক গুণ রয়েছে আশনা হাবিব ভাবনার। কিছুদিন আগেই তার আঁকা ছবি লাখ টাকায় বিক্রি হয়েছে। এবার এই অভিনেত্রী দিলেন নতুন আরও এক খবর। 

এবার অভিষেক হচ্ছে কবি ভাবনার। বইমেলায় প্রকাশিত হচ্ছে তার প্রথম কবিতার বই ‘রাস্তার ধারের গাছটির কোনো ধর্ম ছিলো না’। বইটি প্রকাশ করবে পাঠক সমাবেশ। এতে ৫০টি কবিতা রয়েছে।

সামাজিক মাধ্যমে বইয়ের ছবি প্রকাশ করেছেন ভাবনা। ক্যাপশনে লিখেছেন, ‘কাল থেকে আমাদের প্রাণের বইমেলা শুরু হতে যাচ্ছে । এই প্রথম আমার কবিতার বই প্রকাশ পাচ্ছে।’

আশনা হাবিব ভাবনা

বই প্রসঙ্গে তিনি বলেন, ‘বইটিতে বিভিন্ন সময়ের কবিতা রয়েছে। এর মধ্যে আছে তিন বছর আগের কয়েকটি লেখা। এছাড়া নতুন কবিতাও রয়েছে। আমার অনুভূতিগুলো লিখতে চেয়েছি কাব্য আকারে। আশা করি পাঠকরা সেগুলো উপভোগ করবেন।’

এবার প্রথম কবিতার বই প্রকাশ করলেও লেখক ভাবনা আত্মপ্রকাশ করেছেন আরও আগে। এরই মধ্যে ‘গুলনেহার’ ও ‘তারা’ নামে দুটি উপন্যাস প্রকাশিত হয়েছে এই অভিনেত্রীর।

কবিতার পাশাপাশি এবার বইমেলায় প্রকাশ পাবে ভাবনার তৃতীয় উপন্যাস ‘গোলাপী জমিন’। 

এমআরএম/এমএমজে