রেকর্ডিংয়ে ফাহমিদা নবীর সঙ্গে মিলন খান

নন্দিত গীতিকবি মিলন খানের অনুরোধে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়িকা ফাহমিদা নবী। শুক্রবার (১৯ মার্চ) গানটির রেকর্ডিং হয়েছে। জীবনানান্দ দাশের বিখ্যাত কবিতা ‘আকাশলীনার গল্প’  অবলম্বনে ‘সুরঞ্জনা’ নামে সিনেমা নির্মাণ করছেন সৈয়দ মাসুম। সেই সিনেমায় থাকবে গানটি।

কথা লেখার পাশাপাশি গানটির সুরও করেছেন মিলন খান। এতে ফাহমিদা নবীর সঙ্গে দ্বৈত গেয়েছেন জনপ্রিয় গায়ক কুমার বিশ্বজিৎ। গানটির সংগীতায়োজনও করেছেন বিশ্বজিৎ।

ফাহমিদা নবী বলেন, ‘এক সময় মগবাজারের স্টুডিও পাড়ায় ছিল আমাদের গান আর আড্ডার মিলনমেলা। সব শিল্পীর প্রাণের জায়গা ছিল সেখানে। বহু বছর পর সেখানে সিনেমার চমৎকার এই দ্বৈত গানটি গেয়েছি মিলন ভাইয়ের অনুরোধে। গানটি খুবই মিষ্টি প্রেমের। মিলন খান ভাই বরাবরই ভালো লেখেন, কিন্তু আগে কখনো কাজ করা হয়নি।’

ফাহমিদাকে লাল গোলাপের শুভেচ্ছা জানান মিলন

‘লুকোচুরি গল্প’র গায়িকা আরও বলেন, ‘গতকাল যখন স্টুডিওতে পৌঁছাই, দেখি মিলন ভাই এক গোছা লাল গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছেন। আমি তো ভীষণ খুশি হয়ে গেলাম। বাহ, শুরুটাই যদি এমন চমৎকার হয়, গান তো ভালো হবেই।’

মিলন খান বলেন, ‘ফাহমিদা আপা ফুল ভালোবাসেন, মিষ্টি করে গান করেন। তাই রেকর্র্ডিংয়ের আগে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। গানটিও তিনি চমৎকার গেয়েছেন। কুমার বিশ্বজিৎকেও ধন্যবাদ এত সুন্দর করে গানটির সংগীতায়োজন করে গাওয়ার জন্য। আশাকরি সবার পছন্দ হবে।’

আরআইজে