পরপর ইন্ডিয়ান আইডলের ছয়টি সিজনে সঞ্চালনার পর সেই ভূমিকায় আর দেখা যায়নি অ্যাঙ্কর মিনি মাথুরকে। অবশ্য কারণটা জানালেন খোদ মিনি। তার কথায়, ‘ইন্ডিয়ান আইডলের সবকিছুই আগ থেকে তৈরি করা। এর ইউএসপিটাই এখন হারিয়ে ফেলেছে। তাই এখান থেকে স্বেচ্ছায় সরে এসেছি।’

মিনির দাবি, আগে অংশগ্রহণকারীদের পারফরমেন্সের ওপর নির্ভর করে শো চলত, তবে এখন আর তা হয় না। প্রোডিউসারদের চাহিদা বদলে গেছে। এখন গল্প বা মূহুর্ত তৈরি প্রধান হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, ভেতরের কিছু গোপন তথ্যও ফাঁস করেছেন তিনি। রিয়্যালিটি শোর নামে যা হয় তাও সবার সামনে তুলে এনেছেন তিনি।

ইন্ডিয়ান আইডলের জন্মলগ্ন থেকেই এর সঙ্গে জড়িত ছিলেন মিনি। শুধু সঞ্চালনা নয়, এই শোর সঙ্গে একপ্রকার আত্মিক সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল তার। অংশগ্রহণকারীদের সঙ্গে তার এতটাই ভালো সম্পর্ক ছিল যে, তাদের অনেককে বাড়িতে ডেকে দাওয়াত খাইয়েছেন পর্যন্ত। এছাড়া সবার সঙ্গে সেটে আড্ডা দেওয়া থেকে শুরু করে গল্পগুজবেও মেতে থাকতেন মিনি।

সম্প্রতি এমটিভি খ্যাত সাইরাস ব্রোচার পডকাস্টে আক্ষেপের সুরে মিনি বলেন, ‘শুধু ক্যামেরার সামনেই নয়, অফ ক্যামেরাতেও সারাক্ষণ আমার মুখে হাসি লেগেই থাকত। শোর সঙ্গে জড়িত প্রায় প্রত্যেকের জন্যই কিছু না কিছু করেছি। তবে যতদিন গেছে ইন্ডিয়ান আইডলের বাস্তবতাই মুছে যেতে শুরু করে। তাই আর কাজ চালিয়ে যেতে পারিনি।’

তিনি বলেন, ‘আর কোনো বাস্তবতাই বেঁচে ছিল না এ শোর। অংশগ্রহণকারীদের আত্মীয়রা স্টেজে আসবেন, তা আগে থেকেই জানিয়ে দেওয়া হত তাদের। তা সত্ত্বেও তাদের বলে দেওয়া হত, বাড়ির লোককে দেখে অবাক হয়েছেন এমন অভিনয় করতে।’

শোর সঙ্গে যুক্ত কিছু অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সময় তিনি আরও বলেন, ‘একদিন প্রোডিউসার এসে বলেছিলেন, ধর্মেন্দ্র আর হেমা মালিনি আসছেন; তাদের সঙ্গে মোমেন্ট তৈরি করতে হবে।’

এ ধরনের নির্দেশের পরও নিজের মতো করে কাজ করতে চেয়েছিলেন মিনি, কিন্তু তা আর হয়নি। কারণ তাকে এ ধরনের কাজের জন্য বাধ্য করা হত। একপর্যায়ে তার মনে হয়, শুধুমাত্র টাকার জন্য তিনি এ কাজ করতে পারেন না। এটা আর সেই আগের শো নেই, যেখানে কাজ করে এসেছেন তিনি। তাই বের হয়ে আসার সিদ্ধান্ত নেন তিনি এবং বেরিয়েও আসেন।

এরপর এমটিভির বিভিন্ন রিয়্যালিটি শো, ‘ঝলক দিখলা জা’ সঞ্চালনা করলেও ‘ইন্ডিয়ান আইডল’-এর প্রথম সঞ্চালককে আর দেখা যায়নি তার প্রিয়তম ট্যালেন্ট হান্ট শোতে। সম্প্রতি আমাজন প্রাইমের ভিডিও সিরিজ ‘মাইন্ড দ্যা মালহোত্রাস’-এ অভিনয় করেছেন মিনি।

এফকে