দেবশ্রী রায়ের অনুষ্ঠান নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে ভারতের কাঁথিতে। অভিযোগ উঠেছে, দেবশ্রী রায় কথা দিয়েও অনুষ্ঠানে আসেননি। এজন্য তার সহ-শিল্পীদের বিভিন্ন যন্ত্র জব্দ করে রাখেন আয়োজকরা।

শিল্পীরা জানান, তারা কলকাতা থেকে এসেছেন। তাদেরকে হেনস্থা করেছেন অনুষ্ঠানের আয়োজকরা।

এ ঘটনার প্রতিবাদ করেছেন কলকাতার শিল্পীরাও। এ তালিকায় রয়েছে সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী, লোপামুদ্রা মিত্রসহ অনেকে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, গত ৩ এপ্রিল পূর্ব মেদিনীপুরের জুনপুট কোস্টাল থানা এলাকার বকশিসপুরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে অভিনেত্রী দেবশ্রী রায় আসার কথা ছিল। তিনি কাঁথিতে এসে প্রায় দু'ঘণ্টা অপেক্ষা করেন বলে দাবি করেছেন মিউজিক টিমের সদস্যরা। তাদের দাবি, আয়োজক কমিটির সঙ্গে যোগাযোগ করেও ফোনে পাওয়া যায়নি। শেষমেশ প্রোগ্রামের নির্দিষ্ট সময় চলে যাওয়ায় কলকাতা ফিরে যান দেবশ্রী।

এরপর শিল্পীদের বিভিন্ন যন্ত্র আটকে দেয় আয়োজকরা। হেনস্থাও করা হয় শিল্পীদের। সূত্র- নিউজ ১৮

এমজে