ছবি: সংগৃহিত

শর্ট ভিডিও এখন জনপ্রিয়তার শীর্ষে। একবার দেখা শুরু করলে এর ভেতরে থেকে বের হওয়া কঠিন। শুধু সাধারণ মানুষই নয়, তারকারাও সমানভাবে অ্যাকটিভ বিনোদনের এই মাধ্যমে।

তাইতো ইনস্টাগ্রামে তারকারা বিভিন্ন মুহূর্তের ছবি ভাগ করে নেন ভক্তদের সাথে। শর্ট ভিডিও দিয়ে তৈরি করেন নতুন নতুন রিল।

এক সময় চীনা অ্যাপ টিকটক এই শর্ট ভিডিও মাধ্যম দখল করে রাখলেও এখন ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবেও রয়েছে এই ফিচার।

এবার ইনস্টাগ্রামে রিল ভিডিও তৈরি করা আরো সহজ হয়ে গেল। এতদিন পর্যন্ত ভিডিও করার পর তা আবার নতুন করে এডিট করতে হতো। 

এখন থেকে সরাসরি নিজের পছন্দমত গানে ভিডিও করা যাবে এবং তা অনেক সহজেই এডিট করা যাবে। সেই সাথে জনপ্রিয়তার ভিত্তিতে পুরষ্কার দেবে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ।