সংগীতশিল্পী রবি চৌধুরীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। খোয়া গেছে তার ক্যারিয়ারের বেশ কিছু পুরস্কার। এই ঘটনায় ক্ষুব্ধ হলেও আইনি কোনো ব্যবস্থা নেননি তিনি।

ঘটনার বর্ণনায় রবি চৌধুরী বলেন, ‘আমার দুটো বাসা। একটি ওয়ারিতে আরেকটি হচ্ছে বাড্ডায়। বাড্ডার বাসাটি ভাড়া দিয়েছি আমার পরিচিত একজনের কাছে। সেখানেই এই পুরস্কারগুলো রাখা ছিল। ওই বাসার অ্যাওয়ার্ডগুলো চুরি হয়েছে। যখন ওগুলো খুঁজতে গিয়ে পেলাম না, তখন দারোয়ান বলল, সে নাকি দেখেছে কাজের লোকরা অ্যাওয়ার্ডগুলো ভেঙে তামা ও পিতল বিক্রি করতে।’

কেন আইনি পদক্ষেপ নেননি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কাজের লোকদের জিজ্ঞাসা করলাম। তারা তা অস্বীকার করেছে। এমনকী তারা পবিত্র কুরআন শরীফ হাতে নিয়েও চুরির বিষয়টি অস্বীকার করেছে। ঘটনাটি কিছু দিন আগের। তাই আইনি পদক্ষেপ নিইনি। ওই ঘটনার পরপরই ফ্ল্যাটটি খালি করে ফেলি।

এমন ঘটনায় ভীষণ ক্ষুব্ধ ও মর্মাহত রবি চৌধুরী জানান, নতুন করে বাসাটির কাজ করছেন। ভবিষ্যতে আর কাউকে ভাড়া দেবেন না বলেও জানান তিনি।

উল্লেখ্য, নব্বই দশকের জনপ্রিয় গায়ক রবি চৌধুরী। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের কথা-সুরও করে থাকেন তিনি। ক্যাসেট, সিডি, রেডিও, টেলিভিশন, সিনেমা, নাটক প্রভৃতি মাধ্যমে তার জনপ্রিয় গানের সংখ্যা অনেক। অন্যদের জন্যও বানিয়েছেন প্রচুর গান।