রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপনের মধ্যেই মজার একটি তথ্য সামনে এনেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ২০১৮ সালে পূজায় মুক্তি পায় তার পরিচালিত ছবি ‘এক যে ছিল রাজা’। সেই ছবির জনপ্রিয় গান ‘সমারোহে এসো হে পরমতর’। ইন্দ্রদীপ দাশগুপ্তের সুর ও শ্রীজাতের লেখা গানটি গেয়েছিলেন শ্রেয়া ঘোষাল ও ঈশান মিত্র। এই গান নিয়ে একটি মজার তথ্য খুঁজে পেয়েছেন সৃজিত।

‘সমারোহে এসো হে পরমতর’ গানটি ইন্টারনেটে কেউ আপলোড করেছেন, যেখানে এই গানকে রবীন্দ্র সংগীত বলে উল্লেখ করা হয়েছে। তা দেখেই হাসির রোল উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শ্রীজাতের বদলে লেখা গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর, সুরকারও রবীন্দ্রনাথ ঠাকুর। সেই স্ক্রিনশট শেয়ার করে সৃজিত লেখেন, ‘ইন্টারনেটের মণিমুক্তো। এটা দেখে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এক্সট্রা পেমেন্ট চাইছে। ইন্দ্রদীপ দাশগুপ্ত পার্টি পরিকল্পনা করছে।’

সৃজিতের এই পোস্ট দেখে হাসির রোল উঠেছে। প্রায় ৮০০ নেটিজেন হাসির প্রতিক্রিয়া দিয়েছেন সেই পোস্টে। খোদ শ্রীজাতও তা নিয়ে মজায় মেতেছেন।

সৃজিতের পোস্টের কমেন্ট বক্সে মজার ছলে শ্রীজাত লেখেন, ‘তুমি তো কদর করলে না, মহাকাল করল।’ এরপরই বন্ধু সৃজিতের পরামর্শ ‘এবার একটু দাঁড়ি রাখায় ফোকাস করো আর একটা উইগ’। ছেড়ে দেওয়ার পাত্র নন শ্রীজাত। সরাসরি পরিচালককে মশকরা করে লেখেন, ‘পেমেন্ট বাড়াও। ওই টাকায় উইগ হয় না।’

পরিচালক ও গীতিকারের মশকরায় মজে নেটপাড়াও। সেখানে এক ব্যক্তি লেখেন, ‘শ্রীজাত তুমি শেষমেশ রবীন্দ্র সংগীত লিখলে!’ শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বোন কবি শ্রীদর্শিনী চক্রবর্তীও মজা করে লেখেন, ‘দাদা এই ছিল তোর মনে? সেই ছোট থেকে জানতাম তুই একদিন ঠিক পারবি ’। উত্তরে মজা করে শ্রীজাত লেখেন, ‘আমি তো হেভি ট্যালেন্টেড’। কেউ কেউ সৃজিতের ওয়েব সিরিজের নাম নিয়ে লেখেন, ‘রবীন্দ্রনাথ এই গান খাতায় লেখেননি’। সবমিলিয়ে মজায় মেতেছে নেটপাড়া।

প্রসঙ্গত, মৃণাল সেনের জন্মশতবার্ষিকীতে মুক্তি পাওয়ার কথা ‘পদাতিক’-এর। সেই ছবিতে বিশ্বখ্যাত পরিচালক মৃণাল সেনের ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। এই ছবির হাত ধরেই টলিউডে পা রাখছেন তিনি। মৃণাল সেনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন মনামী ঘোষ। পদাতিকের পর সৃজিতের ‘অতি উত্তম’ ছবিটিও রয়েছে অপেক্ষায়।

এছাড়াও পয়লা বৈশাখে প্রকাশ্যে এসেছে তার পরবর্তী ছবির কথা। পূজায় মুক্তি পাবে ‘দশম অবতার’। পুরাণ অনুসারে বিষ্ণুর দশম অবতার হলেন কল্কি, যিনি এই কলিযুগের শেষে অবতীর্ণ হবেন। গল্পেও কি সেই মাইথোলজির ছোঁয়া রেখেছেন সৃজিত, তা অবশ্য ক্রমশ প্রকাশ্য। তবে সামনে এসেছে ছবির স্টারকাস্ট। এই প্রথম মিলেমিশে যাবে সৃজিতের কপ ইউনিভার্স। সেখানে একদিকে যেমন থাকছেন ‘বাইশে শ্রাবণ’-এর প্রবীর রায়চৌধুরী তথা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ‘ভিঞ্চি দা’-র ডিসিডিডি পোদ্দার তথা অনির্বাণ ভট্টাচার্য। এবার তাদের সঙ্গে যুক্ত হবে যীশু সেনগুপ্ত। এছাড়াও সেই ছবিতে রয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সবমিলিয়ে এবছর মুক্তি পাচ্ছে সৃজিতের একাধিক ছবি।

/এসএসএইচ/