দেবের ব্যোমকেশ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই গুঞ্জন শোনা যায় সেখানে পরিচালক হিসেবে থাকবেন সৃজিত মুখোপাধ্যায়। পরবর্তীতে দেখা যায়- ছবিটির পরিচালনার দায়িত্বে থাকছেন বিরসা দাশগুপ্ত। ইতোমধ্যেই ব্যোমকেশ বেশে নিজের লুক প্রকাশ্যে এনেছেন দেব। তবে সত্যবতীর চরিত্রে রুক্মিণী মৈত্রর লুক এখনও সামনে আসেনি।

অন্যদিকে হইচই-এর জনপ্রিয় সিরিজ ব্যোমকেশে বহুদিন ধরে অনির্বাণ ভট্টাচার্য থেকেছেন নাম ভূমিকায়। এবার এই সিরিজের পরিচালনার দায়িত্বে থাকছেন সৃজিত মুখোপাধ্যায়।

ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮- এর খবরে বলা হয়, সম্ভবত আগস্ট মাসে একই দিনে মুক্তি পাবে ছবি এবং সিরিজ দুইটি। একই গল্প নিয়ে দুটি আলাদা কাজ, তা নিয়ে আবার দানা বেঁধেছে বিতর্ক।

আরও পড়ুন - ব্যোমকেশ হচ্ছেন দেব, সত্যবতী কি তাহলে রুক্মিণী!

এদিকে সৃজিতের সিরিজে অজিত এবং সত্যবতীর চরিত্রে থাকবেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং সোহিনী সরকার। এর আগেও সত্যবতীর চরিত্র তাকে দেখা গিয়েছে আবীর চট্টোপাধ্যায়ের বিপরীতে। সত্যবতী হিসেবে ইতোমধ্যেই তার একটা স্থান তৈরি হয়েছে, সেই কথা ভেবেই তাকে এই চরিত্রে বেছে নেওয়া হয়েছে।

কলকাতায় দেব ব্যোমকেশের শ্যুটিং শেষ করেছেন। আর সৃজিতের ব্যোমকেশ ইউনিটের আউটডোর শ্যুটিং শুরু হয়েছে উত্তরপ্রদেশে। চলতি মাসের শেষ থেকে রাজ্যের বিভিন্ন অংশে সিরিজের কাজ হবে। তারপর বাকি কাজ হবে কলকাতায়।

অনেকের মতে, বড় পর্দা এবং ওটিটির দর্শক যেহেতু আলাদা, তাই একই গল্পে দুই নির্মাণ নিয়ে কোনও সমস্যা হবে না। এখন দেখার পালা কোন ব্যোমকেশ জিতে নেয় দর্শকদের মন।

এমজে