করোনার টিকা যখন সৃজিতের গলার কাঁটা!
করোনার টিকা যেনো গলার কাঁটা হয়েছে বিধেছে মিথিলা-পতি সৃজিত মুখার্জির। এ নিয়ে তাকে শুনতে হচ্ছে নানান কথা। ভারত সরকারের নিয়মের বাইরে গিয়ে ৪৪ বছর বয়সেই করোনার টিকা নিয়েছিলেন গুণী এই নির্মাতা। এই বয়সে কী করে তিনি করোনার টিকা নিলেন এ নিয়ে উঠেছে প্রশ্ন। আর তাই রাগ করে টিকার দ্বিতীয় ডোজ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন সৃজিত।
সদ্য ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সৃজিতের আনন্দের মধ্যেই যেনো জল ঢেলে দিয়েছে বিষয়টি। ভারতে নিয়ম ষাটোর্ধ্বরা টিকা পাবেন। আর পাবেন তারা, যাদের কো-মর্বিডিটি রয়েছে। তবে তাদেরও ৪৫ পেরোতে হবে। এর মধ্যে ৪৪ বছর বয়সী সৃজিত কীভাবে টিকা পেলেন, তা নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। আর তাই সৃজিত জানিয়ে দিয়েছেন এক দফা নিয়ে ফেললেও কিছুতেই নেবেন না টিকার দ্বিতীয় ডোজটি। তাতে যদি সংক্রমণের আশঙ্কা বেড়েও যায়।
বিজ্ঞাপন
প্রশ্নবানে জর্জরিত মিথিলা-পথি সৃজিত দ্রুতই সেই পোস্ট সরিয়ে নেন। নতুন করে পোস্ট দিয়ে জানান, তার এক বন্ধুর কাছ থেকে জানতে পেরেছিলেন, ৪৪ বছর পেরোলেই টিকা নেওয়া যাবে। কিন্তু টিকা নেওয়ার পরে বুঝতে পেরেছেন তথ্যটি ভুল ছিল।
বিজ্ঞাপন
পোস্টের শেষে অভিমান প্রকাশ করে সৃজিত জানান, এক দফা টিকা নিলেও পরের ডোজ নেবেন না, তাতে যদি সংক্রমণের আশঙ্কা বেড়েও যায়।
আরআইজে