জীবাণু সংক্রমণে জ্ঞান হারিয়ে আইসিইউতে ছিলেন ম্যাডোনা
সম্প্রতি নিজের বাড়িতে অচেতন হয়ে পড়েন কিংবদন্তি পপতারকা ম্যাডোনা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এমনকি আইসিইউতে বেশ কয়েকদিন থাকতে হয়েছিল তাকে। বর্তমানে ৬৪ বছরের কিংবদন্তি বাড়ি ফিরলেও তার চিকিৎসা চলছে।
ম্যাডোনার ম্যানেজার গাই ওসেরি জানান, জীবাণু সংক্রমণের কারণেই অসুস্থ হয়ে পড়েন এ গায়িকা। চিকিৎসা চলবে কয়েকদিন। ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ম্যাডোনার যাবতীয় অনুষ্ঠানগুলো অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হচ্ছে।
বিজ্ঞাপন
বুধবার (২৮ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের ম্যাডোনার অসুস্থতার কথা জানিয়ে তার ম্যানেজার বলেন, একটি গুরুতর জীবাণু সংক্রমণ ধরা পড়েছে ম্যাডোনার। ফলে আইসিইউতে বেশ কয়েকদিন থাকতে হয়েছে তাকে।
তিনি আরও বলেন, তার স্বাস্থ্যের উন্নতি হলেও এখনও চিকিৎসাধীন রয়েছেন। ফলে আগামী অনুষ্ঠানগুলো বাতিল করা হচ্ছে। এমনকি তার ওয়ার্ল্ড ট্যুরও আপাতত স্থগিত করা হচ্ছে। গায়িকা সেরে উঠলেই চুক্তি অনুযায়ী যাবতীয় অনুষ্ঠানে অংশ নেবেন।
বিজ্ঞাপন
আমেরিকার একটি সংবাদমাধ্যম জানিয়েছে, দায়িত্ব নিয়ে অসুস্থ ম্যাডোনার দেখভাল করছেন তার মেয়ে লর্ডেস লিওন।
উল্লেখ্য, সম্প্রতি সঙ্গীত জীবনে চল্লিশ বছর উদযাপনে ‘সেলিব্রেশন ট্যুরে’র ঘোষণা করেছিলেন জনপ্রিয় এ পপতারকা।
এফকে