কন্যাসম পোষ্যকে হারিয়েছেন ভারতীয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র৷ এরপর সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট করেন তিনি।

পোষ্যটি শ্রীলেখার পরিবারের অন্যতম এক সদস্য ৷ হয়তো তারা মানুষের মতো কথা বলতে পারে না, কিন্তু তাদের আবেগ, অনেক মানুষকেও হার মানাবে ৷ আর তাই তো এই পরিবারের বন্ধু, সন্তান সম পোষ্য যদি হঠাৎ করে ছেড়ে চলে যায় চিরকালের মতো, তাহলে তো মন ভারী হয়েই উঠবে৷

ঠিক এরকমই এক পরিস্থিতির সামনে দাঁড়িয়ে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র৷ ফেসবুকে মনের কষ্ট প্রকাশ্যে জানিয়ে দিলেন তিনি৷ কন্যাসম পোষ্যকে হারিয়ে প্রায় বাকরুদ্ধ অভিনেত্রী৷

২৯ মার্চ (সোমবার) শ্রীলেখা ফেসবুক পোস্টে পোষ্যের সঙ্গে ছবি প্রকাশ করে লেখেন, ‘আমার কন্যাকে হারালাম৷ এই ছবিটা গতকালকেই তোলা হয়েছে৷ কিছু ভালো লাগছে না!’ শ্রীলেখার পোস্ট দেখে নেটিজেনরাও শোক প্রকাশ করেছেন৷

আরআইজে