ওপার বাংলায় পর্দার পরিচিত মুখ অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। টলিউডে কাজ করেছেন নামি তারকাদের সঙ্গে। বহু বছর ধরে শোবিজ অঙ্গনে সময় পার করলেও এখনও নামের পাশ থেকে ‘চিরকুমার’ তকমা যায়নি তার।

বয়স চল্লিশের কোঠা পেরুনো এই অভিনেতা এখনও বিয়ে করেননি। কিন্তু কেনো ‘চিরকুমার’ থেকে গেলেন অম্বরীশ ভট্টাচার্য? ভারতীয় সংবাদমাধ্যমের এমনি এক প্রশ্নের উত্তরে এই অভিনেতা জানান, চিন্তা থেকে মুক্ত রাখতেই এখনও বিয়ে করেননি তিনি। 

খানিকটা মজার ছলেই অম্বরীশ বলেন, ‘পর্দায় নায়ক হলে অনেক টেনশন থাকে। সেই টেনশনটা আমি নিতে চাই না। সেই কারণেই আমি বিয়ে-টিয়ে করিনি। আমি একদম টেনশন নিতে পারি না।’

তা হলে কি অম্বরীশের জীবনে নারীদের কোনো উপস্থিতি নেই? মৃদু হেসে অভিনেতা বললেন, ‘আমার জীবন নারীবর্জিত নয়। বলা যায়, আমার জীবন স্ত্রীবর্জিত।’

অম্বরীশ জানান, প্রেমে অগাধ আস্থা থাকলেও বিয়েতে তিনি বিশ্বাসী নন। তার কারণ ব্যাখ্যা করে অভিনেতা বলেন, সময়ের সঙ্গে অনেক কিছুই বদলেছে। বদলেছে মানুষের আবেগ, চিন্তাভাবনার ধরন। আমার মনে হয় এই যুগে দাঁড়িয়ে, এমন অস্থির সময়ে দু’জন মানুষের সারা জীবন একসঙ্গে থাকাটা অসম্ভব। কারণ প্রত্যেক দিন আমাদের জীবনে এত প্রলোভন আসছে, এত ধরনের তথ্য আসছে, যে একটা মানুষ মানসিক ভাবে খুব অস্থির হয়ে থাকে। সেই অস্থিরতা নিয়ে বছরের পর বছর একটা মানুষের সঙ্গে থাকা সম্ভব নয়।’

বিয়েতে বিশ্বাস না থাকলেও প্রেমের প্রতি আস্থা অটুট অম্বরীশের। তার কথায়, ‘নারী বান্ধবী আমার অনেক আছে। আমি অনেকের থেকে বেশি নারী চরিত্র বুঝি। নারীদের বিষয়ে আমার আগ্রহও রয়েছে। তবে বিয়েতে নয়।’

এনএইচ