মধুচন্দ্রিমায় কোথায় গেলেন সুদীপ্তা?
দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেছেন এরপর গত ১ মে ধুমধাম করে বিয়ে করেন অভিনেত্রী সুদীপ্তা ব্যানার্জি ও সৌম্য বক্সী। তবে বিয়ের পর কাজের চাপে কোথাও ঘুরতে যেতে পারেননি। অবশেষে দেশের বাইরে বেড়াতে গেলেন এই অভিনেত্রী। কিন্তু দীর্ঘ পাঁচ মাস পর কোথায় মধুচন্দ্রিমায় গেলেন এই যুগল?
ইনস্টাগ্রামে একটি মিষ্টি ভিডিও পোস্ট করেছেন এই অভিনেত্রী। চার দিকে ভায়োলিন বাজছে আর আলোয় আলোকিত। এমনই সব স্বপ্নের মতো মুহূর্ত ভাগ করে নিয়েছেন এ যুগল।
বিজ্ঞাপন
তিনি লেখেন, “পৃথিবীর সেরা রোম্যান্টিক জায়গা।”
জানা গেছে, প্যারিস ঘুরতে গেয়েছেন সুদীপ্তা-সৌম্য। শহরের আনাচকানাচে ঘুরে বেড়াচ্ছেন তারা। বিদেশের খুঁটিনাটি ভাগ করে নিচ্ছেন সবার সঙ্গে।
বিজ্ঞাপন
এদিকে তাদের বিয়ে নিয়ে কম আলোচনা হয়নি। তৃণমূলের প্রাক্তন বিধায়িকা স্মিতা বক্সীর পুত্রবধূ সুদীপ্তা। ধুমধাম করে বিয়ের আয়োজন হয়েছিল তাদের। বৌভাতে নিমন্ত্রিতের তালিকায় ছিলেন প্রায় অর্ধেক শহর। আড়াই হাজার মানুষ নিমন্ত্রিত হয়েছিলেন সেখানে। মেনুতে ছিল মোগলাই থেকে চাইনিজ় সঙ্গে বাঙালি ভোজনও। বিয়ের পরেই কাজে মন দেন এ নায়িকা। অন্যদিকে স্বামী সৌম্যও ব্যস্ত ছিলেন নিজের কাজে।
আরও পড়ুন
অবশেষে ঘুরতে গেলে তারা। জানা গেছে, মধুচন্দ্রিমা কাটিয়ে সোজা নাকি তিনি ফিরবেন শুটিং ফ্লোরে। তবে কোন সিরিয়ালে কাজ শুরু করবেন এখনই বলা যাচ্ছে না। এরই মাঝে বেশ কিছু বিজ্ঞাপনে দেখা গেছে সুদীপ্তাকে।
এমএসএ