রুনা লায়লা, ছবি : গোলাম সাব্বির

করোনার কারণে প্রায় এক বছর ধরে ঘরবন্দি দেশের নন্দিত সংগীতশিল্পী রুনা লায়লা। এই সময়টাতে মাত্র তিন-চারবার জরুরি প্রয়োজনেই বাইরে গিয়েছিলেন তিনি। তাও করোনার টিকা এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পরপর দুদিন স্টেজ শোতে অংশ নিতে।

বাকি সময় ঘরে বসে কী করছেন এই গায়িকা? তিনি বললেন, ‘একেক জনের জীবন ধারা একেক রকম। আমি যেমন নিয়মিত বই পড়ি, গান শুনি। এর পাশাপাশি কিছু নতুন নতুন সুরও সৃষ্টি করছি। সুরকার হিসেবে কাজ শুরু করছি বিধায় প্রতিনিয়তই নতুন নতুন সুর ভাবনায় আসছে।’

রুনা লায়লা,  ছবি : গোলাম সাব্বির

কার গান শোনেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি সবার গানই শুনি। নির্দিষ্ট করে কারো নাম বলা যাবে না। আবার অনেকের গান থেকে আমি নিজেও কিছু শেখার চেষ্টা করি। দেশের মধ্যে যাদের গান বেশি ভালো লাগে তাদের কিন্তু আমি নিজে থেকেই ফোন করে বা ম্যাসেজ দিয়ে অনুপ্রেরণাও দিয়ে থাকি।’

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে প্রথম কী করবেন? রুনা লায়লা বলেন, ‘জানি না কবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে ইচ্ছে আছে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ইনশাআল্লাহ শুরুতেই লন্ডনে আমার মেয়ে তানির কাছে যাব।’

আরআইজে