‘কারার ওই লৌহ কপাট’ গানে এ আর রহমান নজরুলগীতির সুর বিকৃত করেছেন– এমন অভিযোগ নিয়ে কয়েকদিন ধরে ব্যাপক বিতর্ক চলছে। ওই গানে এ আর রহমানের সঙ্গে ছিলেন বাঙালি শিল্পীরা। তাদের একজন তীর্থ ভট্টাচার্য। তিনি পশ্চিমবঙ্গে বেশ জনপ্রিয়।

নজরুলগীতির সুর বিকৃত করার অভিযোগে একদিকে বাঙালিদের মধ্যে ভয়ংকর ক্ষোভ। অন্যদিকে, শিল্পী মহলেও ব্যাপক অসন্তোষ। কেউ কেউ বলছেন, দরাজ গলায় যে গানটি সব শিকল ভেঙে ফেলতে পারে সেই গানটি নিয়ে একজন সংগীতের কিংবদন্তি ছেলেখেলা করতে পারেন, সেটা ভাবাই যায় না। এ আর রহমানের দোষ কম দেখলেও বাংলার সেসব শিল্পীদের দোষ না দেখে পারেননি কেউই।

নজরুলের এমন একটি গান, যা শুনে বাঙালিরা বড় হয়েছে, শিশুরাও গেয়ে দিতে পারে সেই গান। কিন্তু কেন এট বিকৃতভাবে গাইবেন তারা? এ নিয়ে যারা গেয়েছেন তাদের কী মতামত? 

এ বিষয়ে ভেবেচিন্তেই জবাব দেন তীর্থ। চারপাশে যখন বিতর্ক, তখন শিল্পী নিজের মনে থাকা শব্দগুলো অল্প কথায় প্রকাশ করলেন। শিল্পীর কথায়, আমার দিকটা কেউ শুনতে চাইছে না। আমার কী বক্তব্য সেটা জানতে চাওয়ার জন্য ধন্যবাদ। তবে এত বিতর্ক যখন হয়েই গেছে পীপ্পার গান নিয়ে, এখন আর কিছু বলার নেই।

এসএসএইচ