ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর তৃতীয় সিজনের শেষ পর্ব প্রচারিত হলো সম্প্রতি। এর জনপ্রিয়তা এতটাই তুঙ্গে ছিল যে ভক্তরা দ্রুত চতুর্থ কিস্তির জন্য দাবি জানাচ্ছে। সামাজিক মাধ্যমেও এর প্রতিক্রিয়া জানানো হচ্ছে। 

বলা যায় গত কয়েকদিনে সামাজিক মাধ্যমে নাটক নিয়ে দেশের সবচেয়ে আলোচিত খবর এটি। ‘ব্যাচেলর পয়েন্ট’-এর তৃতীয় সিজন প্রচারিত হয়েছে ইউটিউব চ্যানেল ধ্রুব টিভিতে। নাটকটির পরিচালক কাজল আরেফিন অমি। 

‘ব্যাচেলর পয়েন্ট’-এর চতুর্থ সিজন এখনই নিয়ে আসছেন না অমি। তবে আবার কোনো একদিন কাবিলা, শুভ ও হাবুদের গল্প শোনাতে ফিরবেন তিনি। এ নিয়ে ১৪ এপ্রিল (বুধবার) ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে নির্মাতা বিস্তারিত জানান। 

অমি লেখেন, ‘অনেক কিছু বলার আছে এই ব্যাচেলর পয়েন্ট নিয়ে। অনেক জমানো কথা ও অনুভূতি আছে, কোনো একদিন অবশ্যই শেয়ার করব। আজকে শুধু এইটুকুই বলব, আমি অনেক কৃতজ্ঞ দর্শক আপনাদের প্রতি। কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা পাশে থেকে সবসময় সাপোর্ট দিয়েছেন। আমার টিম, আর্টিস্টসহ ব্যাচেলর পয়েন্ট এর সাথে জড়িত সবাইকে। ধন্যবাদ মাসুদ ভাই, সব আবদার মেনে নেওয়ার জন্য। ধ্রুব দাদাকে অসংখ্য ভালোবাসা। বাংলাভিশন পরিবারের প্রতি কৃতজ্ঞতা।’


 
চতুর্থ সিজন প্রসঙ্গে অমি লেখেন, ‘জানি না সিজন-৪ করব কি না। তবে এটুকু নিশ্চিত করে বলছি, যদি জীবিত থাকি এবং সুস্থ থাকি তাহলে কখনো না কখনো, কোনো না কোনো মাধ্যমে আপনাদের সামনে অবশ্যই তুলে ধরব, কেমন আছে আপনাদের প্রিয় চরিত্রগুলো। ভাল থাকুক, কাবিলা, শুভ, হাবু, পাশা, নেহাল, আরেফিন, বোরহান, অন্তরা, শিমুল, জাকির (বজরা বাজার), জাকির (কর্পোরেট D), ড্রোগবা, ককটেল বাবু, অদিত, হালিম, শিরিন, কাকা, বাচ্চু, তূর্য, নাবিলা, নিরালা, নাফিসা, রেহানা, সাদিয়া, লামিয়া, পলি চেয়ারম্যান, হান্টার আনোয়ার, সজীব, রিয়া ও আপনাদের সবার প্রিয় রোকেয়া।’

নির্মাতা আরও লেখেন, ‘বেঁচে থাকুক হাজার বছর ধরে, আপনাদের হৃদয়ে। ভালোবাসা ও কৃতজ্ঞতা আপনাদের প্রতি। সবাই ভুলে গেলেও আমি হয়তো কখনোই ভুলব না আমার প্রিয় চরিত্রগুলোকে।’

উল্লেখ্য, ১৩ এপ্রিল (মঙ্গলবার) সিজন-৩ এর শেষ পর্ব প্রচার হয়েছে। ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পুরো সিজনে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, মারজুক রাসেল, তৌসিফ মাহবুব, চাষি আলম, শামীম হাসান সরকার, জিয়াউল হক পলাশ, মুসাফির শোয়েব, সাবিলা নূর, ফারিয়া শাহরিন, সানজানা সরকার রিয়া, শিমুল প্রমুখ।

এমআরএম/জেএস