ডিসেম্বর শুরুতেই টি সিরিজের পক্ষ থেকে প্রকাশ্যে এসেছিল সনু নিগমের নতুন গান ‘সুন জারা’। তবে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই বিতর্কে জড়ায় গানটি। পাকিস্তানি গায়ক ওমর নাদিম দাবি করেছেন, সনুর গাওয়া গানটি ‘অ্যায় খুদা’-র থেকে কপি করা। যা ২০০৯ সালে প্রকাশিত হয়েছিল। শুধু তাই নয়, নাদিম নির্মাতাদের উদ্দেশে প্রশ্ন তোলেন কেন ‘শুন জারা’-তে তাকে কোনও কৃতিত্ব দেওয়া হয়নি। 

অন্যদিকে, সনুর চোখে যখন নাদিমের সোশ্যাল পোস্ট পড়ে তিনি দাবি করেন, এই গান নিয়ে নাদিমের সংস্করণ সম্পর্কে কোনও ধারণাই তার ছিল না। নিজের অজান্তে গান গাওয়ার জন্য পাকিস্তানি গায়কের কাছে ক্ষমাও চেয়েছেন ভারতীয় এ গায়ক।

সপ্তাহখানেক আগেই নাদিম ইনস্টাগ্রামে 'সুন জারা' এবং 'অ্যায় খুদা' উভয়ের ক্লিপ শেয়ার করেছিলেন এবং লিখেছিলেন, ‘আমি আমার জীবনের এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে এই জিনিসগুলিকে কম গুরুত্ব দেওয়া সম্ভব নয়। আরে আপনি যদি এটি ব্যবহারই করেছেন তাহলে অন্তত ওজি ট্র্যাকে ক্রেডিটটা দিন। আমিও সনুর বড় ভক্ত। তবে একটু বাস্তবের পথে হাঁটুন। এটি আসল চুক্তি থেকে অনেক দূরে।’

এরপর সনু ক্ষমা চান নাদিমের পোস্টে এসে। অনিচ্ছাকৃতভাবে তিনি পাকিস্তানের গায়কের গাওয়া গান গেয়েছেন বলেও জানান। সনু মন্তব্য করেন, ‘আপনারা যেমন জানেন, এই গানের পেছনে আমার কোনো হাত নেই। আমাকে এই গানটি গাওয়ার অনুরোধ জানিয়েছিলেন কেআরকে, যিনি দুবাইতে আমার প্রতিবেশী। আমি ওকে ফেরাতে পারিনি। যদিও আমি সবার জন্য গান গাই না।’

শুধু তাই নয়, নাদিমের গাওয়া গানের প্রশংসা করে সনু লিখেছিলেন, ‘আপনি আমার থেকে ভালো গান গেয়েছেন। আমি ক্ষমা চাইছি যে আপনার গাওয়া গানটা আমি শুনিনি। আরও ভালো করুন। আশা করি, আপনি এই গানের জন্য আরও অনেক বেশি সম্মান পাবেন।’

এরপর সনুর মন্তব্যের জবাবে নাদিম লেখেন, ‘আমি আমার বক্তব্যে কোথাও উল্লেখ করিনি যে আপনি এটি করেছেন। খবরটি বরাবরের মতোই ভিন্ন মোড় নিয়েছে। আমি আপনার গান শুনে বড় হয়েছি এবং আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমি আপনার বিশাল ভক্ত। আপনাকে অনেক ভালোবাসি!’

নাদিম আরও লিখেছেন, এ ঘটনার জন্য যারা দায়ী, তারা কখনোই মেনে নেবে না বা বুঝবে না তারা কী ভুল করেছে। ‘নাটকের সঙ্গে জড়িত প্রকৃত চরিত্রগুলো আমার রাডারেও নেই। তাদের উল্লেখ করা একটি গোল্ডফিশকে কোয়ান্টাম ফিজিক্সের উপর বক্তৃতা দেওয়ার মতো হবে – অর্থহীন। আমি কেবল সেই বিষয়গুলোতে ফোকাস রাখব যা আসলে গুরুত্বপূর্ণ।’

নাদিম সবশেষে সনুর উদ্দেশে লেখেন, ‘আপনার কাছ থেকে এই বার্তা আসা আমার কাছে অনেক অর্থবান! এই মুহূর্তে পৃথিবীতে আপনার চেয়ে বেশি সুরেলা বা বহুমুখী গায়ক আর নেই। অসীম শ্রদ্ধা!’

সূত্র : হিন্দুস্তান টাইমস

এসকেডি