সারাহ বেগম কবরী

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঢাকাই সিনেমার এক সময়কার জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা সারাহ বেগম কবরীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তার ফুসফুসের অবস্থাও ভালো নয়।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) এসব তথ্য জানিয়েছেন শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের পরিচালক অধ্যাপক ফারুক আহমেদ।

বিকেলে এ বিষয়ে একটি ভিডিওবার্তাও দেন কবরীর ছেলে শাকের চিশতী। সেখানে তিনি পরিবারের পক্ষ থেকে তিনি দেশবাসী ও ভক্তদের কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন। ওই ভিডিওবার্তায় কবরীর ছেলে বলছেন, ‘মায়ের অক্সিজেন ওঠানামা করছে। এটা ভালো লক্ষণ নয়, তিনি প্রাণপণ লড়ছেন। আমরা আশাবাদী, তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরবেন।’

উল্লেখ্য, গত ৫ এপ্রিল কবরীর ক‌রোনা রি‌পোর্ট পজিটিভ এলে তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে দরকার হয় আইসিইউর। কুর্মিটোলা হাসপাতালে আইসিইউ খালি না থাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে স্থানান্তর করা হয়।

এফআর